বড় বেশি প্রয়োজন তোমাকে আজকের এই বাংলায়
তোমার তর্জনী ঈশারায় শোষকের ভিত্তি নড়ুক।
আবার তোমার বজ্রকন্ঠে ধ্বনিত হোক আমাদের কথা
বাহিরিয়া আসুক বুকে চাপা বিপ্লব।
হে পুরুষোত্তম পিতা আমার
তোমারে বধিয়া তোমারেই খুঁজিতেছি আজ!
আমি যেন তাঁর কন্ঠ শুনিতে পাই
মৃত্যুন্জয়ী সে,
জাগিয়া উঠিছে তোমাতে আমাতে
সহসাই যেন দামামা বাজায়ে
বাহিরিয়া আসিতেছে।
শোষকের আঘাতে ক্ষত বিক্ষত এই বাংলায়
আবার জাগিছে সবাই।
বুলেটে বুলেটে ক্ষত বিক্ষত দেহ
তবুও তাঁহার মৃত্যু হয়নাই
হৃদয়ে মোদের আসন পেতেছে
বাঙালির প্রিয় বঙ্গবন্ধু
মৃত্যুন্জয়ী শেখ মুজিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।