আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সাহসী নেতা ও রাষ্ট্রনায়ক : সোনিয়া গান্ধী

তোমাকে ভাবাবোই ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ২৪ ঘন্টার সফরে বাংলাদেশ ঘুরে গেলেন। বুঝিয়ে গেলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের গভীরতা। আন্তর্জাতিক অটিজম সম্মেলন সফলভাবে সমাপ্ত করে রাতে নিলেন ২০০ ভরি সোনার স্বাধীনতা পদক। বাংলাদেশে স্বাধীনতা পদক ১ ভরি সোনার হলেও ইন্দিরা গান্ধির পদক ২০০ ভরি! পদককে পদক হিসেবে চিন্তা করার বিষয়টাই উবে যায় যখন দেখি সোনার পরিমাণটা গুরুত্ববহ হয়ে পড়ে। এটা নিয়ে গোলমাল ঠেকছে! যা হোক ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ২৪ ঘন্টার কিছু সময় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শণ শেষে মন্তব্য খাতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে লেখেন - 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সাহসী নেতা ও রাষ্ট্রনায়ক। তার অবদান বাংলাদেশ, বাঙালি জাতি ও বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ' এ সময় সোনিয়া সঙ্গীদের বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ই শাশুড়ি ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখ মুজিবুর রহমানের নাম প্রথম শুনি। একদিন খবর পাই তিনি ছাড়া পেয়ে ভারতে আসছেন। আমাদের বাড়িতেও তিনি আসেন।

ইন্দিরাজি তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। ভারতের বাইরের এত বড় মাপের কোনো নেতাকে বাড়িতে সামনাসামনি আমি প্রথম দেখি, যিনি একটি জাতিকে জাগিয়ে তুলেছেন। বঙ্গবন্ধু সেসময় আমাদের পরিবারের সঙ্গে ছবিও তোলেন। আমরা একসঙ্গে বসে খাবার খাই। সব এখনো খুব মনে আছে।

শেখ মুজিবের আমাদের বাড়িতে আসার ঘটনা এখনও আমার কাছে মনে হয়, সেদিনের ঘটনা। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.