আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ আয়নায় কি নিজেকে দেখ ???

অপ্রকাশ্য Facebook এদেশে এসে ভাল হয়েছে না খারাপ হয়েছে বুঝতে পারছি না। আজকের এই আধুনিক যুগে বিশ্বায়ন যখন খুলে দিচ্ছে জ্ঞানের অবাধ ভাণ্ডার কি শিখছি আমরা ???? আদৌ শিখছি না আমাদের মধ্যযুগীয় মনোভাব বিশ্বের সামনে তুলে ধরছি ??? কয়েকদিন থেকে কিছু গ্রুপ দেখছি। তার কিছু নমুনা তুলে ধরতে চাই । "ওই মাইয়া শালীন ভাবে চল নাইলে পরিমল এর লগে বিয়া দিয়া দিমু" "অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো..!! " "VNSC= MSC (mutual sex center)" এসব গ্রুপের কমেন্ট পড়ে কি অনুভুতি প্রকাশ করতে হয় আমি অন্তত জানি না। পরিমলের ন্যাকারজনক কাজ, তারপর প্রশাসন আর মিডিয়ার নীরব ভুমিকা আমরা দেখেছি।

কিন্তু এইসব মানুষরুপী প্রাণীদের কি হবে কেউ বলতে পারেন ??? এখানে তারা প্রমান করতে চাইছেন সব দোষ ছিল মেয়েটির । সে ঠিক পোশাক পরেনি, তার চারিত্রিক দোষ ছিল, বার-তের বছর এর একটি মেয়ে "mutual sex" করেছে। আসলে কি জানেন সব চেয়ে বড় দোষ সত্যি মেয়েদের... আমরাই তো জন্ম দেই এদের। যারা ভুলে যায় এদের মা একজন মেয়ে। যদি এদের মা থেকে থাকে !!! মেয়েদের উপর যত নির্যাতন হোক যতই হোক তার অন্তরদহন তাকে সব চুপ করে সয়ে যেতে হবে ???? আর যদি ভুল করে মুখ ফস্কে বলে ফেলে তার কষ্টের কথা সমাজ তো আছেই তার সত্ত্বার শেষ অংশটুকুও দাহ করতে।

আগে মেয়েরা ধর্ষণের প্রতিবাদ করলে তাদের একঘরে করে রাখত বা পুরুষকে উত্তেজিত করার দায়ে দোররা বা পাথর মেরে জীবন্ত মেরে ফেলত...। কিন্তু আমরা আধুনিক CIVIL SOCIETY আমরা কী পারি তা করতে ???? আমরা ডিজিটাল ভাবে শাস্তি দেব । তাদের নামে SOCIAL NETWORKING SITE এ Page খুলবো । সেখানে কমেন্ট করব " চলেন আমরাও এইগুলারে ধইরা লাগায়ে দেই " এসব লিখে কি হবে জানি না। এদের মা বা বোনদের সাথে এমন হোক তাও বলব না।

কারন এরা বোধহয় মা বোনদের সাথেও "mutual sex" করে পরিমল আনন্দ পায়। তবে হ্যাঁ আরও দশ থেকে পনের বছর পর এরা যখন বাবা হবে এবং তাদের মেয়েটি পরিমলের সাথে MUTUAL SEX করবে তখন আজকের এইসব বেজন্মারা কি করে আয়নায় নিজের চেহারাটা দেখে আমরাও দেখতে চাই। *** অশালীন বলতে চাইনি। কিন্তু ঠিক কতটা দহনের পর মুখ থেকে লাভা বের হল বোধ করি বুঝবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.