আসলে স্বাধীনতা অর্থ কি? যদি স্বাধীনতা অর্থ হয় এগুলো তাহলে আমরা কি তা পেয়েছি। একটি বইয়ে পড়েছিলাম স্বাধীনতা অর্জন করা অর্থ হল ভাত, কাপড়, চিকিংসা, বাসস্থান, লেখাপড়া, ন্যায় বিচার ইত্যাদির অধিকার গুলো পাওয়া। আমরা কি তা পেয়েছি। সেই ১৯৪৭ সালে হাজারো জীবনের বিনিময়ে বিট্রিশ শোষকদের থেকে অর্জিত স্বাধীনতা। আবারো পাক শাসকদের শোষনের প্রতিবাদে দাবি উঠলো স্বাধীনতার।
১৯৭১ সালে আবারো স্বাধীন হলো আমার জন্মভূমি। এত বার স্বাধীন হওয়া সত্বেও আমরা কি পেয়েছি স্বাধীনতা? মানুষ কি পেয়েছে তার অধিকার? যদি বলেন পেয়েছি স্বাধীনতা তাহলে ভিকারুননিসা স্কুলের ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করতে হয়। যে রকম করতে হতো বিট্রিশ পাক আমলে। কেন খুনি খুন করে সাজা পেয়ে ক্ষমা পেয়ে যায় রাষ্ট্রপতি দ্বারা। অমিল কোথায় সেই বিট্রিশ পাক আমলের সাথে।
কেন আজ চট্রগ্রামে রক্ষকের পোশাক পরে ভক্ষন করতে চাই মা বোনদের। কেন প্রতিদিন সীমান্ত রক্ত জরে আমার ভাইদের। এখনো কি বলবেন আমরা পেয়েছি স্বাধীনতা। হ্যা আমরা অন্য দেশের শোষকদের থেকে স্বাধীন হয়েছি ঠিক কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারি নি দেশিও শোষকদের থেকে। তাই রাজধানীতে হাজারো খুন হলে প্রধানমন্ত্রী বলেন আইন শংকলা আগের চাইতে অনেক ভাল।
এই দেশ কে সুন্দর করে সাজাতে হলে তোমাকে জেগে উঠতে হবে হে যুবক। আমাদের কে আবার স্বাধীন হতে দেশিয় শোষকদের হাত থেকে। নিজ নিজ স্থান থেকে প্রতিরোধ গড়ে তুলো গনতন্ত্র নাম বিক্রি করে খাওয়া সেই ভন্ড নেতাদের। জেগে উঠ হে যুবক। দয়া করে ৪৭, ৭১ এর হাতিয়ার জেরে মুছে আর একবার তুলে নাও হাতে।
উদ্ধার কর জালেমদের হাত থেকে তোমার প্রিয় মাতৃভূমিকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।