ফিরব আবার! তোমার জন্য পাহাড় ডিঙ্গানো... শত বিনিদ্র রাত্রি যাপন.. অশ্রু বিসর্জন.. কষ্টবিষে নীল হয়েও আঁকড়ে ধরি.. বিশ্বাসের দেয়ালে আরেক প্রস্থ ইটের গাঁথুনি দেই পরম নির্ভরতায়.. ভালবাসি.. কিছুতেই কিছু হয়না...। কতটুকু দূরে গেলে বাতাসও তোমার ঘ্রাণ হারিয়ে ফেলে?? কতটুকু দূরে গেলে আমার হাত তোমার স্পরশানুভুতি আগলে রাখতে চেয়েও পারেনা?? কতটুকু দূরে গেলে তুমি পর হয়ে যাও???? ------------------------------- শেষের লাইনটা বেশ কিছুদিন আগে ইফতি ভাইয়ের Click This Link কবিতায় পড়েছি। মাথায় ঘুরপাক খাচ্ছে লাইনটা। লাইনটা আমার খুব পছন্দ বলে নিজের লেখায় ব্যাবহার করেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।