আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিছুতেই মেঘ হবোনা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমি কিছুতেই মেঘ হবোনা হে মেঘবতী, তুমি আমাকে মেঘ হতে বলোনা- আমি কিছুতেই মেঘ হবোনা। মেঘ মানেইতো বৃষ্টি আর বৃষ্টি মানেই কান্না। আমি কান্না সইতে পারিনা, তুমি আমাকে কিছুতেই মেঘ হতে বলোনা। শরতের নীলাকাশ যতই দিক হাতছানি, আমি থামবোনা। তোমার পায়ের চিহ্ন দেখে দেখে হেঁটে যাবো দূর থেকে বহুদূর, খুঁজে নেবো কোন শ্যামল বৃক্ষের ছায়া, যেখানে তোমার মায়া জড়িয়ে আছে।

আমি তোমাকে রেখে দেবো সবুজের সীমানায়। আমি পাহাড়ের কোলজুড়ে হয়ে রবো সজীব ফসিল। তবুও এই মাটি ও পাহাড় ছেড়ে আমি কখনোই দেশান্তরী হবোনা। আমি কিছুতেই মেঘ হবোনা। সূর্যের প্রখর তাপে আমি একটুও কাতর হবোনা।

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে আমি মোটেও তৃষ্ণার্ত হবোনা। এই দেহ জ্বলে যায় যাক, আকাশে যদি মেঘের সামিয়ানা না’ও থাকে- তবু আমি মানবজমিনে বইয়ে দেবো ভালবাসার ফল্গুধারা। সেই ভালবাসায় তোমায় সিঞ্চিত করবো এক জনমের মগ্ন তপস্যায়। তবুও, কিছুতেই আমি মেঘ হবোনা। আকাশ ভেঙ্গে যদি আসে ঝড়, আসে কালবৈশাখী কিংবা সিডোর, যদি আসে প্রচন্ড জলোচ্ছাস আমি একটুও ভীত হবোনা।

ঝড়ের প্রলয়-তান্ডবে যদি সবকিছু দুমড়ে মুচড়ে যায় যাক, পাল্টে যাক পৃথিবীর রূপ-আমি বিদ্ধস্ত জনপদে গড়ে তুলবো নতুন বসতি। তোমার আশ্রয় ছেড়ে আমি কোথাও যাবোনা- আমি কিছুতেই মেঘ হবোনা। যদি আঁধারে ঢাকে এই পৃথিবী, যদি আকাশজুড়ে কোন তারা না’ও জ্বলে, যদি পাহাড়ের আড়ালে লুকায় রূপালী চাঁদ- আমি ঝর্ণার জলে পা ফেলে ফেলে খুঁজে নেবো তোমাকে, ডানকানা মাছের পিছু পিছু ঠিক পৌঁছে যাবো তোমার কাছে। তুমি অবাক হয়ে তাকিয়ে বলবে, “কোথায় পেলে আমার ঠিকানা”? আমি জলের স্রোত দেখিয়ে বলবো ওইতো আমার পথের ঠিকানা। আমি মেঘ হয়ে ছুটবোনা।

যদি শ্রাবণের রাতে মনে পড়ে আমায়, যদি আকাশের কান্না আর কিছুতেই না থামে, তবে নিজের চোখের জলটুকু ছুঁয়ে দেখো- তাতে মেঘের ছোঁয়া থাকবেনা। রাতের শিশির হয়ে আমি ছুঁয়ে যাবো তোমাকে, তুমি কান্না ভুলে যাবে। আকাশের সব মেঘ নিমিষে হারিয়ে যাবে। তাইতো- আমি কিছুতেই মেঘ হবোনা। যদি আকাশের কোল জুড়ে দেখো রঙধনুর উল্লাস, যদি মেঘ এসে হোলি খেলে যায় তোমার ভাবনার দিগন্তে।

আমি মনের উঠোনে দাঁড়িয়ে তোমাকেই হাতছানি দিয়ে ডাকবো। সমুদ্রের লোনাজলে মনের কষ্টগুলো ভাসিয়ে দেবো কোন এক অজানা বন্দরে। তুমি গাঙচিল হয়ে ছুঁয়ে যাবে আমার মনের তট। আমি ভালবাসার ঢেউ ছড়িয়ে দেবো নির্জন উপকূলে। তবুও তুমি মেঘে মেঘে আমায় খুঁজোনা- আমি কিছুতেই মেঘ হবোনা।

(অনেকদিন আগে ব্লগার সহেলী'র একটা কবিতার সূত্র ধরে লেখা) ছবিসূত্রঃ নিজের তোলা ছবির সংগ্রহ থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.