ইয়া আল্লাহু - ইয়া রাহমানু - ইয়া রাহিম। সার্থপর [/su
এঞ্জেল বয়।
সব কিছুতেই লাভ চাই,
মানে লাভ ছাড়া কোন কাজ নাই।
দুনিয়াটা সার্থপরে ভরা,
একটা প্রানি পাবে না তো আপন সার্থ ছাড়া।
আপনজনের মাঝেও তুমি দেখবে এমন সার্থবাজ,
সার্থ ছাড়া পৃথিবীতে কেউ করবে না কাজ।
ভাই বন্ধু আত্মীয়স্বজন, আপন সার্থ আগে,
আপন সার্থে সবাই আগে আগে ভাগে।
সার্থ ছাড়া এমন কি কেউ পৃথিবীতে আছে,
আপন মা ও সার্থবাজ সন্তানেরই কাছে।
পৃথিবীতে সার্থ ছাড়া আছেন একজন বলি,
তিনিত আর কেউ নন তিনিই আল্লাহ্র অলি।
সৃষ্টির সেরা মানুষ আমরা, ভুলে গেলে চলবে না।
সার্থ ছাড়া কাজ না করলে শান্তি তুমি পাবে না।
জান্নাতেরই আসা যদি তুমি কর,
সার্থ ছাড়া কাজ না করে তবেই তুমি মর।
সবাই ভাল থাকেন এই কামনায় -- এঞ্জেল বয়।
প্রথম পাতায় প্রথম কবিতা এটা। দোয়া করবেন সবাই।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার সাইট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।