আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্যাক্তিগত বিশ্লেষন - সরকারের উদ্দেশ্যে কিছু প্রাথমিক করনীয়

আজ ও নিজের মাঝে অসাধারণের ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারনরুপে আবিষ্কার করি । মন্দ কি ভালই তো আছি । একজন মেইনস্ট্রিম মুসলমানের পক্ষে কখনই জামায়াতের মত একটা দল এবং শিবিরের মত তাদের চ্যালাপেলাদের সাফাই গাওয়া কখনই সম্ভব না সাপোর্ট তো দূরে থাক!কেননা যে দলটার জন্মই হয়েছে মা বোনের ইজ্জত লুটার মধ্য দিয়ে, বেঈমানির আতুড় ঘরে। এটাও মানতে হবে যারা সাপোর্ট করে তার একটা বড় অংশ না বুঝেই করে। কয়েকজন বিপথগামী উলামাদের(জামাতী অর্থে ভুড়ি পোষে তাদের লেজুরবৃত্তি কারীদের) ইশারাতেই করে।

সময় এসেছে সরকারকে এগুলো নিয়ে ভাবার। জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি এইসব তথাকথিত উলামাদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই কাজটা অনেক ভেবেচিন্তে ব্যাপক গনসংযোগের মাধ্যমে করতে হবে যেন বেজন্মাগুলা মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে অতিতের মত ফায়দা লুটতে না পারে। এক্ষেত্রে দেশের আলেম সম্প্রদায়ের ও সম্পৃক্ততা কামনা করি। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ন, সবগুলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

ইনিশিয়ালি এগুলো করা আমি ব্যাক্তিগতভাবে আশু প্রয়োজনীয় বোধ করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.