আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক উপন্যাস::হাইস্কুল::পর্ব-৩

ছন্দহীন জীবন বড়ই নীরস পর্ব ২-এর জন্য Click This Link আশরাফুল হক দুই ক্যালকুলেটর টিপে যাচ্ছেন সমানে। সামনে বসে তার পা টিপে দিচ্ছে জোছনা। দুই ক্যালকুলেটর একসাথে চালানোর কৌশল তিনি শিখেছেন নবাবপুর রোডের আলাউদ্দিনের কাছ থেকে। বাড়ি করার সময় আলাউদ্দিনের কাছ থেকে লোহার অনেক জিনিসপাতি কিনতে হয়েছিলো। আলাউদ্দিনের সামনেও দুই ক্যালকুলেটর থাকে।

ভুঁড়ি এত বড়, চেয়ারে বসার পর মনে হয় টেবিলে ভুঁড়ি বিছিয়ে দিয়েছে। কাস্টমার গেলে কাস্টমারকে খাওয়াতে হয়। সেই সাথে সেও না খেয়ে পারে না। দুই কাস্টমারের ফিরিস্তি সে শুনতে থাকে আর ক্যালকুলেটর টিপতে থাকে। একসাথে দুইজনকে বলে দেয় আপনার বিল সত্তুর হাজার ছয়শো, আপনার তিপ্পান্ন হাজার।

এটুকু পড়ুন আপাতত। আরো লিখে পোস্ট করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।