জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
(চলছে.. ২)
......"একটি সরল প্রেমের গল্প"............
কদিন পর বিশ্ব ফ্রেন্ডশীপ ডে। আমার আবার নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে আর মানুষ সম্পর্কে জানতে ভাল লাগে। আমার অনেক ফ্রেন্ডদেরকে মোবাইল থেকে ফ্রেন্ডশিপ মেসেজ দিলাম। তারপর......মেসেজ দেখতে দেখতে হঠাৎ অজ্ঞাত ওই শ্রাবন এর মেসেজটা চোখে পড়ল। ভাবলাম, তারে ও একটা মেসেজ দিয়ে দেই।
দেখিনা কোনোও রেস্পন্স আসে কিনা। যেই ভাবা সেই কাজ।
দিলাম একটা মেসেজ পাঠিয়ে।
তারপর, সেও একটা মেসেজ পাঠিয়ে দিল।
আরে বাহ্, ভালইতো জমে যাচ্ছে! এর পরদিন সকালে আমি ঘুমিয়ে আছি, ফোনে মেসেজ আসার সাউন্ড বেজে উঠল।
আমি তো ঘুম ঘুম চোখে মেসেজ অন করে দেখি, ওই শ্রাবনের মেসেজ, " গুড মর্নিং!"
আরে, ভালইতো। হঠাৎই কেমন অন্য রকম ভাল লাগায় আচ্ছন্ন হলাম আমি। তারপর আমি অবশ্য কোন সাড়া দিলাম না। দেখি না কতদূ্র যায়!
এর পর কয়েকদিন আর কোনও খবর নেই। আমি আমার প্রিয় বান্ধবীদের সাথে বেপারটা নিয়ে কথা বলি।
আমার খুব প্রিয় বান্ধবী সেতু বলল, "শোন এইসব আউল-ফাউল ফোন নাম্বার থেকে আসে। চেনা নেই জানা নেই। শুধু শুধু ফাঁদে পড়তে যাইস না। তোর মন টারে নিয়ে খেলে টেলে স্রেফ মজা দেখে ছেড়ে দিবে। "
আমার মনে হল, হয়তো ঠিকই বলেছে ও।
আচ্ছা আর যোগাযোগ করবোনা।
কিন্তু, বান্ধবীর সাথে বললে কি হবে, আমার কেমন ভালই লাগছিল। যেন মনে হচ্ছিল, এর সাথেই আমার একটা কিছু হবে।
এরপর একদিন ফোন করল। ওহ্, কি সেই কন্ঠস্বর! মুহুর্তেই আবেশ ছড়িয়ে দিল যেন।
কিন্তু, নাহ্, "এ কি ভাবছি আমি! আরোও ভাল করে না জেনেই, এইভাবে উইক হয়ে যাচ্ছি বোকার মত। আমার ভাবনাটার মত তো বেপারটা সত্যি নাও হতে পারে। হয়তো সেও জাস্ট ফ্রেন্ডশীপই করতে চায়!"
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।