অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
কালকে রাতে একটা জার্মান মুভি দেখলাম, নাম হচ্ছে 'কেবাব কানেকশন' - টার্কিশ ছেলে আর ওর জার্মান মেয়েবন্ধুকে নিয়ে রোমান্টিক কমেডি। কম্বল জড়িয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত টেলিভিশনের সামনে বসে ছিলাম। শেষ হওয়ার সাথে সাথেই বিছানায় দৌড়! কালপুরুষ পড়া ধরেছি কয়েকদিন আগে, কালকে রাতে সেটাও পড়িনি এক পাতাও। এত শীতের মধ্যে জেগে থাকতে পারছিলাম না।
রাত্রে অদ্ভুত কিছু নিয়ে স্বপ্ন দেখেছি। এখন মনে পড়ছে না, তবে স্বপ্নের মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো। সকালে বাবার ডাক শুনে উঠেছি ঠিকই, কিন্তু ঘুমের ঘোর কাটেনি। আয়নার সামনে কিছুক্ষন দাড়িয়ে ছিলাম, কিন্তু দাত না মেজেই আবার ঘুম! মুজা, সোয়েটার পরেই শুয়েছিলাম, তারপরও শীতে কাঁপছিলাম। ভালো ভাবে উঠেছি নয়টার পরে।
উঠেই আমার মাথায় হাত। দশটার সময় মেহমান আসার কথা বাসায়, আর পুরো বাসা উল্টানো। চোখেও ঠিক মত দেখতে পারছিলাম না, ঘোলাটে লাগছিলো সবকিছু। প্রতিটা হাড় ভেঙে যাবার উপক্রম। গলা ব্যাথায় মারা যাচ্ছিলাম।
তাও তড়িঘড়ি করে গোছাতে লেগে পড়লাম।
সবাই যেতে যেতে বারোটা বেজে গেছে। স্বভাব অনুযায়ী মার কাছে গিয়ে জ্বর-জ্বর লাগার কথা বললাম। একটু খারাপ লাগলেই ওটা বলি, যদিও গত চার বছরে একবারও জ্বর হয় নি। ক্লাস সিক্সে চিকেন পক্সের সময় হয়েছিলো, ওটাই শেষ বার।
কিন্তু আজকে থার্মোমিটারে দেখা গেলো আসলেই জ্বর হয়েছে - একশ দুই। কোঁকাতে কোঁকাতে সোজা বিছানায়!
কালকে আবার আইসস্কেটিং আছে। খুব করতে ইচ্ছে করছে, কিন্তু স্কুলেই যেতে পারবো কিনা সন্দেহ। আমার অসুখ এতো অসময়ে হয় কেন? স্কুলের শেষ সপ্তাহে সবচেয়ে মজা হয়, আর এই সপ্তাহেই আমি কাত! (খাইয়ালামু)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।