আমাদের কথা খুঁজে নিন

   

ধোনির ১০০ কোটি রুপির মানহানির মামলা

মঙ্গলবার আদালত আদেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘জি নেটওয়ার্ক’ ম্যাচ পাতানোর সঙ্গে ধোনিকে জড়িয়ে কোনো সংবাদ বা সাক্ষাৎকার প্রচার করতে পারবে না।

সব অভিযোগ অস্বীকার করে ধোনি জানান, অনেক কষ্টে অর্জিত তার সম্মান আজ হুমকির মুখে। কিছু ভিত্তিহীন প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১৬ মে আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান ছাড়াও কয়েকজন বাজিকরকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় এরই মধ্যে শ্রীশান্ত ও চাভানকে আজীবন নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী গুরুনাথ মিয়াপ্পনের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সম্প্রতি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়ে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্ত কমিটি।

এরপরই ‘জি নেটওয়ার্ক’ জানায়, ধোনিসহ কয়েকজনের নাম আছে ঐ অভিযোগপত্রে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.