আমাদের কথা খুঁজে নিন

   

ধোনির রসিকতা না বিদ্রুপ!

দেশের মানুষকে ভাল হতে হবে তাহলে দেশ ভাল হবে

সহজ সরল প্রশ্ন। আমি নিশ্চিত, শুক্রবার বাংলাদেশের অনুশীলনেও এ প্রশ্নটা আবার করা হবে অধিনায়ক সাকিব আল হাসানের উদ্দেশে। প্রথম ম্যাচেই প্রবলতর প্রতিপক্ষ। কী মনে হচ্ছে, প্রথম ম্যাচের উত্তাপ অনুভব করছেন? ভারতকে হারানো যাবে? এবং জবাবে বাংলাদেশ অধিনায়ক যা বললেন, তাতে তিনি কোনো ভুল বলেননি। বরং যা বলেছেন, সাকিবের জায়গায় অন্য যে কেউ অধিনায়ক থাকলে ওই একই উত্তর দিতেন।

দেখে নেওয়া যাক, সাকিব কি ঠিক বলেছেন? শুধু ভারত ম্যাচ কেন, আমাদের তো অন্য ম্যাচেও ভালো খেলতে হবে। উত্তাপ তো অবশ্যই আছে, প্রথম ম্যাচকে ঘিরে। আমরা ভারতকে হারানোর চেষ্টা করব। এটা শুনে পেছনে বসা ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আলতো করে স্বগতোক্তির মতো বলে উঠলেন, বলেই দাও না, শুধু প্রথম ম্যাচ কেন, বিশ্বকাপও তোমরাই জিতবে! একটু অবাকই হয়েছিলাম ধোনির এই জবাব শুনে। প্রথম কথা, বাংলাদেশের অধিনায়ক যা বলেছেন, এটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত।

এবং তিনি যা যা বলেছেন তা তো বলেছেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ধোনি এই আলগা মন্তব্যটা করলেন কেন? দুটো উত্তর হতে পারে। এক ধোনি এভাবেই বাংলাদেশকে উৎসাহিত করলেন। দুই সাকিব যে বলেছেন, ভারতকে হারানোর চেষ্টা করবেন তা মেনে নিতে পারেননি ভারত অধিনায়ক। মেনে নিতে না পারলেও কেউ এভাবে প্রকাশ্যে বিশ্বের দরবারে এমন মন্তব্য করে? করা যায়? করা উচিত? তা হলে কি ধরে নেব, ১৯ ফেব্রুয়ারি ম্যাচের টেনশনে আক্রান্ত হয়ে রয়েছেন ধোনি? এত বড় একটা দেশের অধিনায়কের এমন হালকা মন্তব্য করা উচিত নয়।

ভারত পেঁৗছে গেছে ঢাকায় এবং সঙ্গে নিয়ে এসেছে একটি বিতর্ককে। সুরেশ রায়নাকে নিয়ে বিস্তর গুজব রটেছিল দুপুরে। সঙ্গে ছিল বেশ কয়েকটি প্রশ্নও। সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে ভারতের এ ব্যাটসম্যানকে নিয়ে যা যা শোনা গেল, তা এ রকম : এই যেমন সুরেশ রায়না ঠিক সময়ে বাস ধরতে পারেননি। কোথায়? চেন্নাইয়ের হোটেল থেকে বিমানবন্দরে কি ঠিক সময়ে পেঁৗছাতে পারেননি? ধোনি বলে গেলেন, 'যতক্ষণ পর্যন্ত না কেউ ফ্লাইট মিস করছে ততক্ষণ উদ্বিগ্ন হয়ে ওঠার কারণ দেখি না।

' ধোনি কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন প্রথম এগারো বেছে নেওয়া নিয়ে। জহির খান কি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন? উত্তর জানা নেই। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে ভারত। বিরাট কোহলি যে খেলবেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধোনির কথায়। কিন্তু কার জায়গায়? বাদ যাবেন তা হলে কে কে? ইউসুফ পাঠানকে কেন আরেকটু বেশি বোলিং করালেন না ধোনি গা ঘামানো ম্যাচে? দলের বাইরে রাখার পরিকল্পনা আছে না কি? তেমন ভালো ফর্মে না থাকা যুবরাজকে কি বোলার হিসেবে দলে রাখা হবে? আর ধোনির পছন্দের খেলোয়াড় সুরেশ রায়নাও সুযোগ পেয়ে যাবেন তেমন ফর্মে না থেকেই? এমন নানা অস্বস্তিকর প্রশ্নে জেরবার হয়ে আছেন ধোনি।

তবু তিনি বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের জেতার সম্ভাবনাই বেশি। সত্যিই কি তাই? সূত্র: কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.