একন একানে পাভেন- http://www.amarbornomala.com/post8647.html আসলে কি জানেন ? আমি তো আগে আপনাদের বলেছি আমি একটা প্রাইভেট কোং তে চাকরি করি। এটা একটা বিদেশী কোং। তাই এখানে সবসময় ইংলিশ এ কথা বলতে হয়। বাংলা লেখা লাগে না, বলাও লাগে না। মালিক ভারতের।
একারণে অনেক দিন বাংলা লেখি নাই তাই প্রবলেম হয়ে গেছে। আর আমি বাসায় গিয়ে সবার সাথে হিন্দি সিরিয়াল দেখি তাই কিছউ হিন্দিও শিখেছি। আর বাংলা বানানও আস্তে আস্তে শিখছি। আপনারা হেল্প করবেন দেখবেন একদইন আর ভুল হবে না। এক আপা বলেছে অভ্র ব্যাবহার করতে।
আমি এখন অভ্র ব্যাবহার করি। তাই আগের থেকে ভুল অনেক কমে গেছে।
আমাকে সবাই একটু হেল্প করুন। আর প্লীজ কেউ ভুল বুঝবেন না, প্লীজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।