একদা লড়েছিলো অনেকে
সরসিজ আলীম
মুখগুলো ভাসে ডোবে হারায়,
মুখগুলোকে আবার মনে পড়ে না।
মুখগুলো খুব যতন করে গড়া,
মুখগুলো আবার গাছে ধরে না।
মুখগুলো আমাদের সংসদে যায় না,
মুখগুলোর কোনই আসন সংখ্যা নেই।
স্বপ্নগুলো ভাসে ডোবে পালায়,
স্বপ্নগুলো আবার মুখ দেখায় না।
স্বপ্নগুলোর বাস থৈ জলের তল,
স্বপ্নগুলো উড়াল আকাশে দেয় না।
স্বপ্নগুলো সচিবালয়ে যায় না,
স্বপ্নগুলোর কোনই দপ্তরে যাওয়া নেই।
জীবনবাজী ভাসে ডোবে লুকায়,
উত্তাল স্রোত তাকে জাগিয়ে দেয় না।
জীবনবাজী ঘামে শ্রমে লেখা,
জীবনবাজী রাষ্ট্রের ক্ষমতায় যায় না।
জীবনবাজী ‘পরধন লোভে মত্ত’ হয় না,
জীবনবাজীর প্রভুকে স্যালুট দেওয়া নেই।
২২.০৩.২০১০, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।