ইয়ুপ হেইঙ্কেসকে নিয়ে বেশ ভালোই কথাবার্তা হচ্ছিল বার্সেলোনায়। টিটো ভিলানোভা সরে দাঁড়ানোর পর গুজব রটেছিল যে হেইঙ্কেসের হাতেই দেওয়া হতে পারে বার্সেলোনার কোচের দায়িত্ব। স্প্যানিশ গণমাধ্যমের একটা জরিপে বেশ কয়েকজন সম্ভাব্য কোচের মধ্যে এগিয়ে রাখা হয়েছিল হেইঙ্কেসকেই। কিন্তু এসব কথাবার্তা, আলাপ-আলোচনায় পানি ঢেলে দিলেন জার্মান কোচ। নতুন করে কোচিং ক্যারিয়ার শুরুর কোন ইচ্ছাই নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ৬৮ বছর বয়সী হেইঙ্কেস।
বায়ার্ন মিউনিখকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়ে অবসরে যাওয়ারই ঘোষণা দিয়েছিলেন ইয়ুপ হেইঙ্কেস। এখনও সেই সিদ্ধান্তেই অটল আছেন। বার্সেলোনাকে জড়িয়ে কথাবার্তা ওঠার পর সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘‘বায়ার্ন মিউনিখের পর এখন নতুন করে অন্য কোন ক্লাবের দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য অসম্ভব। ’ অবসরের সময়টা উপভোগ করার মতো অনেক উপাদানও আছে বলে জানিয়েছেন হেইঙ্কেস, ‘আমার অনেক পোষা প্রাণী আছে, একটা বড় বাগান আছে। এসব শখের মধ্যেই আমি নিজেকে ব্যস্ত রেখেছি।
’
১৯৯৭ সালে কোচিং ক্যারিয়ার শুরুর পর সফল একটা সময়ই পার করেছেন হেইঙ্কেস। ১৯৯৭-৯৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের পর গত মৌসুমে বায়ার্ন মিউনিখকেও জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। — রয়টার্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।