আজ অন্য বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হলো। খেলাধুলার প্রতি এদেশের তরুন সমাজের আগ্রহটা একটু বেশিই। বিশেষ করে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এখন এদেশের তরুন সমাজ দুইভাগে বিভক্ত। কেই বার্সেলোনার সমর্থক আবার কেউ রিয়াল মাদিদ্রের। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে নেইমারকে ঘিরে।
সদ্য বার্সেলোনায় যোগ দেয়া ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার বার্সেলোনয়া যে সমম্যার সম্মুখীন হতে পারে সংক্ষেপে এখানে তাই আলোচনা করা হয়েছে।
গত সোমবার বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। ফলে আগামী মৌসুমে ন্যু ক্যাম্পে মেসি, জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে দেখা যাবে ব্রাজিলীয়ান এ স্ট্রাইকারকে। কাতালান শিবিরে যোগ দেয়ার পর নিজের প্রতিক্রিয়ায় নেইমার বলেছেন, ‘তার স্বপ্ন পূরন হয়েছে। ’ নেইমারের স্বপ্ন হয়তো পূরন হয়েছে।
বিশ্বের সবচেয়ে মেধাবী একটি দলেই যোগ দিয়েছেন তিনি। তবে এখানে এসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন লাতিন আমেরিকার বর্ষসেরা এ ফুটবলার।
ব্রাজিল জাতীয় ফুটবল দল কিংবা সাবেক কাব সান্তোসে নেইমার ছিলেন দলের প্রাণভোমরা। বার্সেলোনায় আসার পর নেইমারের অবস্থানটা কি হবে তা এখনো পরিষ্কার নয়। অনেকেই ধারণা করছেন লিওনেল মেসির জায়গায় খেলতে পারেন নেইমার।
তবে সে গুড়েবালি। কেননা কাতালান শিবিরে মেসিই যে তাদের প্রাণভোমরা একথা বলার অপো রাখেনা। তাই বিশ্বসেরা এ ফুটবলারের জায়গা দখল করাটা নেইমারের জন্য মোটেও সহজ হবে না। তবে অনেক ফুটবলবোদ্ধার ধারনা, নেইমারের আগমনে কঁপাল পুড়তে পারে ডেভিড ভিয়ার। স্প্যানিশ স্ট্রাইকারের জায়গায় দেখা যেতে পারে তাকে।
তবে এখানেও সমস্যা রয়েছে। কেননা কোচ টিটো ভিলানোভা কিংবা কাব সভাপতি সান্দ্রো রসেল আগেই জানিয়েছেন, দলে ভিয়ার এখনো প্রয়োজন রয়েছে। তাকে বিক্রি করে দেয়ার কোনও ইচ্ছেও নেই তাদের। তবে নেইমারের অবস্থান কি হবে? তারকা খচিত কাতালান স্কোয়াডে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, দানি আলভেস, অ্যালেক্স সানচেজ, পেড্রোসহ আরও অনেকেই। কার্লোস পুয়েল তাদের দলপতি।
শাকিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেরার্ড পিকে। তাছাড়া কাতালান বেঞ্চে শক্ত অবস্থান দখল করেছেন সেস ফেব্রিগ্যাস। এতসব তারকার ভিড়ে নেইমার কি পারবেন নিজেকে অনন্য উচ্চতায় মেলে ধরতে। নাকি জাতান ইব্রাহিমোভিচের মতো বার্সেলোনায় খেলার একবুক স্বপ্ন নিয়ে এসে খালি হাতেই ফিরতে হবে তাকে। নেইমার নিজেও জানেন নিজ যোগ্যতায় তারকা খচিত বার্সেলোনা একাদশে জায়গা করে নিতে হবে তাকে।
তবে প্রিয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ করতে পেরে বেশ উচ্ছ্বাসিত ২১ বছর বয়সী নেইমার। বলেছেন,‘মেসি, জাভি, ইনিয়েস্তা, আলভেস, আদ্রিয়ানো এবং দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে খেলে আমি আমার স্বপ্ন পূরন করব। আমি সেখানে যাওয়ার জন্য উদগ্রিব হয়ে আছি।
E-mail:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।