আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনায় যেতে চান নেইমার

ব্রাজিলের বিস্ময়বালক নেইমারকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের বড় বড় ক্লাব। এত দিন কারও ডাকেই সাড়া দেননি নেইমার। তবে এবার জানা যাচ্ছে, ইউরোপীয় ফুটবলের শুরুটা বার্সেলোনা দিয়েই করতে চান প্রতিভাবান এই ফুটবলার। নিজের এই ইচ্ছার কথা বর্তমান ক্লাব সান্তোসকেও জানিয়েছেন নেইমার।
সান্তোসের সহসভাপতি ওডিলিও রদ্রিগেজ সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, ‘নেইমার আমাদের জানিয়েছে, সে বার্সেলোনায় যোগ দিতে চায়।

তার জন্য আরও অনেক প্রস্তাব আছে। কিন্তু বার্সেলোনা তার পছন্দ। রিয়াল মাদ্রিদ থেকে নেইমারের জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে আমরা জানি, এ ধরনের প্রস্তাব এখন অবশ্যই আসবে। ’
নেইমারকে দলে ভেড়ানোর জন্য অনেক আগে থেকেই জোর চেষ্টা চালাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার পক্ষ থেকে এর আগে একটা প্রস্তাব দেওয়া হলেও সেটা মোটেও পর্যাপ্ত নয় বলে মনে করে সান্তোস। তবে এখন আলাপ-আলোচনা চলছে বলেও জানিয়েছেন ক্লাবটির সহসভাপতি রদ্রিগেজ। তিনি বলেছেন, ‘আমরা বার্সেলোনার পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। এখনো কোনো কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই আলোচনাটা হয়তো আরও চালাতে হবে; কারণ, প্রথমে তারা যে রকম প্রস্তাব দিয়েছিল, সেটা নিশ্চিতভাবেই যথেষ্ট নয়।


নেইমারের মতো একজন প্রতিভাবান ফুটবলারকে হয়তো খুব সহজে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যেতে দিতে চাইবে না রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষস্থানীয় ধনী ক্লাবটি হয়তো আরও বেশি লোভনীয় প্রস্তাব নিয়ে আলোচনায় যাবে সান্তোসের সঙ্গে। কিন্তু এ ক্ষেত্রে নেইমারের আগ্রহকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন রদ্রিগেজ। তাঁর ভাষায়, ‘আমরা জানি, খেলোয়াড়ের মতামতটা গুরুত্বপূর্ণ। এখন নেইমারের আগ্রহ ও সর্বোচ্চ ভালো প্রস্তাবটার সমন্বয় কীভাবে করা যায়, সেটাই আমাদের ভাবতে হবে।


সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.