আমাদের কথা খুঁজে নিন

   

কাদের সিদ্দিকীকে রাজাকার বলে শ্লোগান/ টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করে আদালতে মামলা দায়েরকাদের সিদ্দিকীকে রাজাকার বলে শ্লোগান টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করে আদালতে মামলা দায়ের

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম কে রাজাকার বলে শ্লোগান দেয়ায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম ঠান্ডু ও কালিহাতী উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অজ্ঞাত নামা ৬০ জনকে আসামী করে আদালতে মামলা করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক মলয় কুমার সাহা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ”গ’ অঞ্চল আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলা সরাসরি এফ আই আর করেন এবং সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবি মোঃ রফিকুল ইসলাম। মামলার সংপ্তি বিবরনে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে কালিহাতী উপজেলার পালিমা বাসষ্ট্যান্ডে কৃষক শ্রমিক জনতা লীগ এক জনসভার আয়োজন করে । সভার প্রধান অতিথি ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সভা শুরুর আগেই আসামীরা অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ধার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী পালিমা বাসষ্ট্যান্ডে পৌছলে সন্ত্রাসীরা তার গাড়ির গতি রোধ করে কাদের সিদ্দিকী কে উদ্দেশ্য করে ’কাদের সিদ্দিকী রাজাকার-এই মূহুর্তে বাংলা ছাড়’ - সহ আপত্তিকর শ্লোগান দেয়। মহান মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে শ্লোগান দেয়া এবং দেশ ছাড়ার হুমকি দেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.