এটা সেরেনার ৫৪তম ডব্লিউটিএ শিরোপা। মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এই প্রতিযোগিতায় একটিও সেট হারেননি।
উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয়ার পর সুইডেনে সাফল্য পেয়ে দারুণ খুশি সেরেনা। খেলা শেষে ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বলেন, “উইম্বলডনে ব্যর্থতার পর এখানে এসে শিরোপা জয় করতে পারা দারুণ ব্যাপার। আশা করি এই সাফল্যে পাওয়া আত্মবিশ্বাস বছরের বাকি সময়ে আমাকে সাহায্য করবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।