জীবনকে এডিট করা যায় না কখনো ..। এক সুইডিশ ডাক্তার তার বউ এর সাথে সকালে বেপক ঝগড়া করছে ঝগড়ার বিসয় সে সন্তুষ্ট না তার জৈবিক জীবনে সে তার বউ কে বলল তুমি বেড এ তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পর না ডাক্তার সাহেব অফিসে চলে গিয়ে মনে পড়ল কাজ টা ভালো হয় নাই তাই সে তার বউ কে কল করলো কিন্তু তার বউ টেলিফোন ধরে না ..অনেক বার ফোন করার পর সে অনেক বিরক্ত হলো 1 ঘন্টা পর সে আবার ফোন করলো , তার বউ এবার ফোন ধরল স্বামী : কি বেপার ফোন ধর না কেন ? বউ : আমি বেড এ ছিলাম স্বামী : বেড এ কি কর ? বউ : তুমি সকালে বললা আমার পারফরমেন্স খারাপ , তাই নিজে নিজে প্রেকটিস করছিলাম রাতের পারফরমেন্স বাড়ানোর জন্য বি দ্র : আপনি ওয়াল্ড জোকস মিশনে আছেন..আমার ইচ্ছা ১৯২ দেশ নিয়ে জোকস লিখব.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।