বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
সুইডিশ ব্যান্ড ‘ওপেথ’-এর প্রতিষ্ঠা স্টকহোমে; ১৯৯০ সালে । ওপেথ এর মূল কারিগর গায়ক গিটারিস্ট ও গীতিকার মিকায়েল একারফেল্ডথ। বেশ কটি অ্যালবাম বের করেছে ওপেক। যেমন-অর্কিড (১৯৯৫);মরর্নিংগ্রিস (১৯৯৬); মাই আমর্স, ইয়োর হির্য়াস (১৯৯৮);স্টিল লাইফ (১৯৯৯);২০০১ সালে ব্যান্ডটি রিলিজ করে ‘ব্ল্যাকওয়াটার পার্ক’ নামে অ্যালবাম। তার পর ওয়ার্ড ট্যুরে বেরয় ওপেথ।
‘ব্ল্যাকওয়াটার পার্ক’ অ্যালবামের একটি ইনসট্রুমেনটাল মিউজিক: ‘প্যার্টানস ইন দ্য আইভি।’ বা আইভি ফুলের ভঙ্গিমা।
শুনে দেখুন-
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।