ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।
সুইডেনে স্কলারশিপ নিয়ে পড়তে আসার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন । সবাই যাতে একই তথ্য পান তাই এই নোটটি লেখা।
আগেই বলে রাখা ভাল , সুইডেনে বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার জন্য IELTS স্কোর লাগে এবং Admission Fee বাবদ ৯০০ সুইডিশ ক্রোনা পে করতে হয় । তাই এপ্লাই করার আগে ভাল মত ভেবে নিন IELTS এবং Admission Fee এর জন্য প্রায় ২৫০০০ টাকা ( IELTS কোচিং করলে আরও বেশি) টাকা খরচ / ইনভেস্ট করতে রাজি আছেন কিনা ।
কারন স্কলারশিপ না পেলে এডমিশন ফি এর টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে না ।
*** যাদের রেজাল্ট সন্তোষজনক এবং বিভিন্ন Extra Curricular Activities ( শুধু বিতর্ক নয়, Agriculture related any volunteer org. , Leadership org./workshop etc. ) জড়িত তাদের বলব চোখ বুজে আপ্লাই করতে ।
** অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পান কিন্তু স্কলারশিপ পান না । তারা অনেকে নিজের টাকায় পড়তে আসেন সুইডেনে । আমি ব্যাক্তিগত ভাবে এইটা সমর্থন করিনা কারন ইউরোপের অনেক দেশ যেমন জার্মানি , ফিনল্যান্ড এ টিউশন ফি নেই ।
তাই স্কলারশিপ না পেলে সুইডেনে না পড়তে এসে অন্য দেশে এপ্লাই করা ভাল ।
* আমি দুঃখিত যে অন্য দেশের ব্যাপারে খুব বেশি সাহায্য করতে পারব না । তবে শেকৃবি'র অনেক বড় ভাই- আপু বাইরে আছেন , তাদের সাহায্য নেয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
২০১৪-১৫ সালের Autumn সেমিস্টারের সার্কুলার হয়ে গেছে সুইডেনে। তারমানে আপনি যদি এখন (অক্টোবর ২০১৩- জানুয়ারি ২০১৪ এর মধ্যে ) আপ্লাই করেন তাহলে চান্স পেলে সুইডেনে গিয়ে পড়া শুরু করতে পারবেন ২০১৪ সালের আগস্ট মাস থেকে ।
আপনি চান্স পেয়েছেন কিনা তার রেজাল্ট দিবে এপ্রিল ২০১৪ তে ।
১) শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে তা হল https://www.universityadmissions.se/intl/start এই ওয়েবসাইটে গিয়ে ডান দিকে উপরে Create an Account ক্লিক করে নিজের নামে আকউন্ট খুলে ফেলা। মনে রাখবেন , সুইডেনে মাস্টার্সে এপ্লাই করতে হলে কোন প্রফেসরকে আলাদা ভাবে মেইল করতে হয় না । এই ওয়েবসাইট থেকে সব কিছু কেন্দ্রীয় ভাবে ভর্তি নিয়ন্ত্রণ করা হয় । তাই নিজের পুরো নামে, সঠিক ঠিকানা এবং যে মেইল এড্রেস নিয়মিত চেক করেন , সেটা দিয়ে একাউন্ট খুলুন ।
যাদের ফেসবুক এর মেইল ছাড়া অন্য মেইল নেই তাদের বলব নিজের নাম ব্যাবহার করে নতুন একটা ইমেইল এড্রেস খুলতে ( NO beauty queen/ !!!) যেটা আপনি শুধু সিরিয়াস কাজে ব্যবহার করবেন । পাসওয়ার্ড মনে রাখুন খুব ভাল করে।
এরপর যা করবেন তা হল সম্পুর্ন ওয়েবসাইটটি খুব ভাল মত সার্চ করা । ডেডলাইন কবে , কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি গুরুত্তপুর্ণ সব তথ্য এখানে দেয়া থাকবে । ( আমি নিজে একটা ডায়রি মেইন্টেইন করতাম এইসব গুরুত্তপুর্ণ তথ্য টূকে রাখার জন্য )
*** এই একাউন্টটি কেন খুলবেন ? কারন এর মাধ্যমেই আপনাকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ভর্তির আবেদন করা, এডমিশন ফী দেয়া , রেজাল্ট জানা, আবেদন Accept/Reject ইত্যাদি সব কাজ করতে হবে ।
২) এখন সবচেয়ে টেনশনের বিষয় হল কোন সাব্জেক্টে এপ্লাই করবেন । সাবজেক্টের ক্যারিয়ার প্রস্পেক্টিভ কিরকম সেটা দেখে তো অবশ্যই এপ্লাই করবেন তবে সুইডেনের ক্ষেত্রে আমি বলব আগে দেখুন কোন সাব্জেক্টে স্কলারশিপ দিচ্ছে তারপর দেখুন সাব্জেক্টার ফিউচার প্রস্পেক্টিভ কিরকম ।
সবাই যে বিষয়ে কনফিউসড থাকে সেটা হল স্কলারশিপের জন্য এপ্লাই আগে করব নাকি ভার্সিটীতে এপ্লাই করব । সুইডেনের ক্ষেত্রে আগে ভার্সিটিতে এপ্লাই করতে হবে । অবশ্যই যে সাব্জেক্টে স্কলারশিপ দিচ্ছে সেই সাব্জেক্টে ।
কোন বিষয়ে স্কয়ারশিপ দিচ্ছে কিভাবে জানবেন ? সেটা জানা যাবে এই ওয়েবসাইটটাতে Click This Link
সুইডেনের সবচেয়ে বড় ও সম্মানীয় ফুলব্রাইট স্কলারশিপ হচ্ছে Swedish Institute Study Scholarship . মনে রাখবেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা Category 1 এর আন্ডারে এপ্লাই করতে পারবে ।
২০১৪ সালের জন্য Eligible Programs for Scholarship পাবলিশ হবে ডিসেম্বর ২ , ২০১৩ তারিখে । তাই আপাতত ডিসেম্বর ২ তারিখের জন্য অপেক্ষা করুন , Eligible Programs এর লিস্ট দেখুন তারপর বিষয় বাছাই করুন ।
***মনে রাখবেন সুইডেনে একবারে ৪টা বিষয়ে আবেদন করা যায় । তাই বলে লিস্ট থেকে যেন তেন ৪টা বিষয় এপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে না ।
ধরুন একটা বিষয় আপনার পছন্দ হল । আপনি যা করবেন - যে বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট পছন্দ হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ওই বিষয়ের ওয়েবসাইট ভিসিট করুন , অবশ্যই অবশ্যই Eligibility / Criteria for Admission পড়ুন খুব ভাল করে, দেখুন তারা নির্দিস্ট কোন বিষয়ের উপর কত ক্রেডিট চাচ্ছে এবং তা আপনি অনার্সে সম্পন্ন করেছেন কিনা তা আপনার অনার্সের ট্রান্সক্রিপ্ট থেকে দেখে নিন । যদি একমাত্র আপনি তাদের ক্রাইটেরিয়া সম্পুর্ন ফুলফিল করেন তাহলেই কেবল ওই সাবজেক্টে এপ্লাই করুন । ( আমি যেমন Uppsala University তে Biotechnology এর জন্য এপ্লাই করেছিলাম যেখানে তাদের ক্রাইটেরিয়া ছিল Chemistry 30 credit সম্পন্ন থাকতে হবে । কিন্তু SAU তে আমরা Agri- Chemistry, Biochemistry Biotechnology সব মিলে 20 ক্রেডিট ও পড়িনা ।
তাই আমার ওই বিষয়ে চান্স হয়নি ) সুতরাং বিষয় বাছাই করুন সাবধানে । আপনি একই বিশ্ববিদ্যালয়ে ৪ টা বিষয় অথবা ৪ ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪ টা ভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন ।
৩) ৪ টা বিষয় তো বাছাই হল । এরপর কাজ আরও বাড়ল আরকি । এখন ওই ৪ টা সাব্জেকটের ওয়েবসাইটে গিয়ে দেখুন কি কি Documents ( Motivation letter , Recommendation letter ) চেয়েছে ।
যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই রেডি করে ফেলুন । মিথ্যা তথ্য দিবেন না , কপিপেস্ট করা Motivation letter , Recommendation letter দিবেন না । ধরা তো অবশ্যই পড়বেন , ভবিষ্যতেও যাতে আর সুইডেনে এপ্লাই না করতে পারেন সেই ব্যাবস্থাও বিনামূল্যে হয়ে যাবে । LoR, SoP লেখার পর অভিজ্ঞ কাউকে দিয়ে গ্রামার চেক করিয়ে নিন ।
৪) নির্দিস্ট বিষয়ভিত্তিক Documents ছাড়াও আরও কিছু Additional Documents যেমন IELTS Score, Transcript, Passport Photocopy ইত্যাদি রেডি করতে হবে যেগুলো পাবেন Universityadmission.se ( ১ম ওয়েবসাইট ) ।
কিছু Documents নোটারি করা লাগবে কিছু হয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা সত্যায়িত করালেই চলবে । তাই ভাল করে পড়ে দেখুন ঠিক কি চেয়েছে সেভাবে Documents রেডি করুন ।
তাহলে সব কাজের সামারি হল -
১) Eligible Programs এর লিস্ট দেখে ৪টা বিষয় বাছাই করা ।
২) নির্দিস্ট ডেডলাইনের মধ্যে অনলাইনে ৪টা বিষয়ের উপর আবেদন করা Universityadmission.se এ ।
৩) নির্দিস্ট ডেডলাইনের মধ্যে Universityadmission.se এ Admission Fee pay করা ।
৪) নির্দিস্ট ডেডলাইনের মধ্যে Motivation letter , Recommendation letter, IELTS Score, Transcript, Passport Photocopy ইত্যাদি "হার্ড কপি " একটি নির্দিস্ট ঠিকানায় পাঠানো ( Universityadmission.se এ ঠিকানা ও ডেডলাইন পাওয়া যাবে )
এটাতো গেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা । আপনি চান্স পেলেন কিনা তা জানার আগেই আপনাকে স্কলারশিপের জন্য আলাদা ভাবে আবার আবেদন করতে হবে https://applications.si.se/Home এইখানে গিয়ে । LogIn করুন , কি কি ডকুমেন্ট চেয়েছে , কিভাবে চেয়েছে সব ভাল ভাবে পড়ুন । সাধারণত ১ টা সিভি আর যে ৪টা বিষয়ে আবেদন করেছেন সেই ৪ টা বিষয়ের উপরে নির্দিস্ট ফরম্যাটে Motivation Letter লিখুন । স্কলারশিপের জন্য সব কিছু লিখে অনলাইনে আবেদন করতে সময় পাবেন কিন্তু মাত্র ১০ দিন ! ডেডলাইন এর ২দিন আগেই সব লিখে ফেলুন যাতে চাপমুক্ত থাকতে পারেন ।
তবে স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করলেই চলবে ,কোন হার্ড কপি পাঠাতে হবে না ।
সাধারণত জানুয়ারি ১৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা ও ফি পরিশোধ করতে হয় , জানুয়ারি ৩০ এর মধ্যে সব হার্ড কপি সুইডেনে পাঠাতে হয় ও ফেব্রুয়ারির ১ থেকে ১০ তারিখের মধ্যে স্কলারশিপের অনলাইন আবেদন করতে হয় । এটা ছিল গত বছরের ডেডলাইন । অবশ্যই এই বছরের ডেডলাইন চেক করে প্রস্তুতি নিন ।
আপনি বিশ্ববিদ্যালয়য়ে চান্স পেয়েছেন কিনা তা জানাবে এপ্রিলের ১ম দিকে এবং স্কলারশিপের রেজাল্ট দিবে তার ১ বা ২ সপ্তাহ পর ।
আপনাকে অবশ্যই যেসব বিষয়ে চান্স পেয়েছেন তার একটা এক্সেপ্ট করতে হবে স্কলারশিপের রেজাল্ট দেয়ার আগেই ।
+এটা একটা প্রাথমিক ড্রাফট । হয়ত অনেক কিছু বাদ পরেছে , পরে সময় সুযোগ হলে যোগ করে দিব .
++ This note is mainly written for the students of Sher-e-Bangla Agricultural University to motivate them but the concept and way of applying is same !
এইবার যারা পেয়েছে তাদের কয়েকজন হল - Najmus Bappy, Maria Haidar, Farhana Afroz, Mohammod Arafat, Sumaiya Rahman ( There are more people from Bangladesh got SI this year but these are people whom I know so far. Hope you don't mind adding your name here and the purpose of tagging you is to add your experience here as well like what was your difficulties , some tricks to get scholarships etc.
নোট উৎসর্গ , যাদের উৎসাহে আমার সুইডেনে পড়তে আসা -আমার বাবা , Tarkis Pavel vaia , Godwin De Silver এবং Late Stephen Palma ( Miss you Pisha )
সোর্স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।