আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... রাজনৈতিক মারপ্যাঁচে নিজেকে একজন নাস্তিক, ফ্যাসিবাদী, নষ্ট, পথভ্রষ্ট, অসামাজিক কাজে লিপ্ত, মদ গাজা খোর তরুণ বলেই মনে হচ্ছে .......... ভাগ্যিস আমি ভালো তরুণদের মত ঢাকা বরিশাল রুটে লঞ্চ এর ব্যাবসা করিনা, ভাগ্যিস আমি আমেরিকায় বসে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবার চিন্তা করিনা, ভাগ্যিস আমার টাকা সিংগাপুরের কোর্ট বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়না, ভাগ্যিস আমি অনেক গুলো ক্যামেরার সামনে একজন দিন মজুরকে কুপিয়ে মারিনা, ভাগ্যিস আমি পবিত্র মসজিদে বোমা নিয়ে ঢুকিনা ............. আমি খুবই খুশি যে আমি তাদের হিসেবে একজন নাস্তিক, ফ্যাসিবাদী, নষ্ট, পথভ্রষ্ট, অসামাজিক কাজে লিপ্ত, মদ গাজা খোর তরুণ ......!! তবুও, দিন যায় কথা থাকে, গানটা খুব বেশী মনে পড়ে .........!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।