আমাদের কথা খুঁজে নিন

   

জীবনাবসান ঘটল একজন খ্যাতনামা ইমেরিটাস প্রফেসরের । অধ্যাপক জামাল নজরুল ইসলাম আর নেই ।

জ্ঞানার্জনকে ব্রত করাই শ্রেয় । আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......রাজিউন)। গতকাল শুক্রবার রাত একটার দিকে নগরের মেট্রোপলিটান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জামাল নজরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌত-বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি ফুসফুসের সংক্রমণ ও হূদরোগের কারণে কয়েকদিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ( তথ্যসূত্র ঃ প্রথম আলো) জামাল নজরুল ইসলাম ২৪ শে ফেব্রুয়ারী ১৯৩৯ সালে ঝিনাইদহ শহরে জন্মগ্রহন করেন ।

তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন । তিনি তদানিন্দন পশ্চিম পাকিস্তানের লরেন্স কলেজে কলেজ জীবন সমাপ্ত করেন । তিনি কলকাতা বিশববিদ্যালয়ের সেন্ট জাভিয়ার কলেজ থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন । তিনি কেম্ব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ এবং এমএ অর্জন করেন । তিনি অতঃপর কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত এবং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন এবং ১৯৮২ সালে ডিএসসি লাভ করেন ।

(তথ্যসূত্র ঃ উইকিপিডিয়া) অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৯৬৩-১৯৬৫ সালে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ছিলেন । তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব থিওরটিক্যাল অ্যাস্ট্রোনমির স্টাফ মেম্বার ছিলেন । তিনি ১৯৭১-১৯৭২ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজিতে পদার্থবিজ্ঞান বিভাগের ভিজিটিং এসোসিয়েট ছিলেন । অতঃপর তিনি ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ওয়ািশংটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি বিভাগের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ছিলেন । তিনি লন্ডনের কিংস কলেজে ১৯৭৩-১৯৭৪ সালে ফলিত গণিত বিভাগের প্রভাষক ছিলেন ।

১৯৭৫-১৯৭৮ সালে তিনি কার্ডিফের বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ফেলো ছিলেন । অতঃপর তিনি লন্ডনের সিটি কলেজে ১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত গণিত বিষয়ে অধ্যাপনা করেন । তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন । এই ছিল তার কর্মজীবন । অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৯৮৩ সালে Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity নামে একটি বই প্রকাশ করেন ।

একই সালে তার আরেকটি বই The Ultimate Fate of the Universe প্রকাশিত হয় । বইটির নাম অনেকেই জেনে থাকবেন । বইটি দেশ বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে পঠিত হয় । এরপর ১৯৮৫ সালে Rotating Fields in General Relativity নামক তার আরেকটি বই প্রকাশিত হয় । আর ১৯৯২ সালে প্রকাশিত হয় An Introduction to Mathematical Cosmology ।

এই চারটি বইই কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । এছাড়াও তিনি তার জীবনে গণিত , ফলিত গণিত , পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে বহু গবেষণাপত্র প্রকাশ করেন । বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তাকে ১৯৮৫ সালে স্বর্ণপদকে ভূষিত করে। ১৯৯৪ সালে তিনি ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি মেডেল পান। ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য ২০১১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক লাভ করেন। গতকাল রাতে এই খ্যাতনামা অধ্যাপক এবং বিজ্ঞানীর মৃত্যুতে জাতি এক অসাধারণ মেধাবী মানুষকে হারাল । তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । সৃষ্টিকর্তার নিকট তার বিদেহী আত্নার শান্তি এবং মাগফেরাত কামনা করছি ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.