আমাদের কথা খুঁজে নিন

   

অরুণ চৌধুরীর ঘটনার জন্য তার সহকারি পরিচালক দায়ি!

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। আমি মনে করি এই ঘটনার জন্য তার সহকারি পরিচালক দায়ি। আমি দু'বছর হিমু আকরামের সহকারি পরিচাল ছিলাম। দুটি একঘন্টা নাটক। এবং একটি ধারাবাহিক নাটক।

যেটা বিটিভির জন্য বানিয়েছি। নাম গোলমাল। হিমু আকরামের সাথে কাজ করেছি। পরিচালক যখন নায়িকার সাথে মউজ করার সময় ড্রেসিং রুমে ঢুকতেন আমি দাড়িয়ে থাকতাম দরজা আগলে। (বের হলে নায়িকাকে আবার মেকাপ করতাম।

মেকাপ কোথায় চলে যেত )তখন ভিডিও তো দূরের কথা। কেউ দরজার কাছে আসতে সাহস পেত না। সেদিন যদি তার সহকারি পরিচালক একটু এলার্ট থাকত তাহলে এমন ঘটনা ঘটতে পারত না। পরিচালক ভাইয়েরা আপনারা ভাল একটা সহকারি পরিচালক রাখুন। নয়ত আপনাদের সবার লুচ্চামি সমান্তরাল ভাবে প্রকাশ পাবে।

তখন সবার টিভি চলে যাবে ডাস্টবিনে। আপনাদের সন্তানরা সমব মানষিক রুগি হয়ে পড়বে। প্রভা-চৈতী-নির্ঝরের পর এবার অরুণ চৌধুরীর বিকৃত ছবি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.