আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com আমরা যারা বাংলাদেশের ফুটবল পাগল জনতা, তাদের বলার অপেক্ষা রাখে না যে, লাতিন ফুটবল ছন্দের কতটা তারা ভক্ত। তাই হয়ত সামুর ব্লগেও এর বহিপ্রকাশ পাওয়া যায়। তবে আমার কাছে খারাপ লাগে তখনই, যখন সামুতে কেবল মাত্র ব্রাজিল বন্দনা দেখতে পাই। এই মুহুর্তে উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু কিন্ত যথেষ্ট শক্তিসমৃদ্ধ দল তার স্বাক্ষর আমরা 'কোপা আমেরিকা'তে দেখতে পাচ্ছি।
অনেকদিন আগে আমি সামুতে বলেছিলাম যে, ব্রাজিলের এই দল অতীতের যত ব্রাজিল দল খেলেছে তন্মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল।
আমার কথার সত্যতা আবারো তারা দিয়েছে আজকের খেলায়, এজন্য তাদেরকে ইশ্পিশাল ধন্যবাদ। পুরো ১২০মি+পেনাল্টি-তে যারা একটা গোলো দিতে পারে না তাদের মুখে বড় কথা মানায় না। অপরদিকে আর্জেন্টিনা পুরো খেলায় গোল তো করেছিলোই তার পর তারা পেনাল্টি-তে কেবলমাত্র একটি শ্যুট মিস করেছে। এর মাধ্যমে প্রমানিত হয় যে তারা ব্রাজিলের বর্তমান দলের চেয়ে অনেক ভালো ফুটবল থেলে।
আর একটা কথা- যেখানে পাতো, নেইমার আরো দুজন মিলিয়ে একজন মেসির খেলার মানের সমকক্ষ হতে পারা সম্ভব; সেখানে কিভাবে এক নেইমারকে মিডিয়া পেলের সমান বানিয়ে দেয় ভাবতেই অবাক লাগে।
আমাদের বোঝা উচিত যে, মিডিয়া কখনোই ফুটবলবোদ্ধা হতে পারে না। মিডিয়া চলে মাম্মা পুরা আবেগে। একজন মেসি যে এখনো 'ম্যারাডোনা' হতে পারেনি তা হয়ত এখন মিডিয়া বুঝতে পারছে। নেইমারকে নিয়া লাফালাফিটা হয়ত দ্রুতই বন্ধ হবে। আর আশা করি মিডিয়ার বুঝতে দেরি হবে না যে, চুলের ষ্টাইল আর ফুটবল এক নয়।
সর্বশেষে বলতে চাই- ম্যারাডোনা, পেলে আর ডি স্টেফানো এদের সমকক্ষ খেলোয়ার বিশ্ব আর কোনোদিন দেখেত পাবে কিনা তা একমাত্র বিধাতাই জানেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।