শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে পায়রা পায়রা ডাকে মন পায়রা বাকবাকবাকুম করে এত দানা পানি দিলাম পায়রা না আসিলো ঘরে আমার পিড়িতি হইলোনারে। এত বড় আকাশ দিয়া পায়রা করবি কি? উড়তে উড়তে কখনরে তুই ক্লান্ত হয়ে যাবি সন্ধা হলে আকাশ তরে রাখবেনারে ধরে হংসহংস ডাকে মন হংস চইচই চইচই করে এত শামুক কুড়াদিলাম হংস না আসিলো ঘরে। আমার পিড়িতি হইলোনারে। এত পুকুর নদী দিয়া হংস করবি কী? অথই জলে ডুব সাঁতারে ক্লান্ত হয়ে যাবি ডানা জাপটা দিতে গেলেই পালক যাবে ঝড়ে। পঙ্খি পঙ্খি ডাকে মন পঙ্খি কিচির কিচকিচ করে বাসা দিলাম পিন্জর দিলাম পঙ্খি না আসিলো ঘরে। আমার পিড়িতি হইলোনারে। এত বুন আর বাদার দিয়া পঙ্খি করি কী? উঁচু ডালে বসতে বসতে ক্লান্ত হয়ে যাবি একদিনরে তুই হঠাৎ করেই পড়বি দারুন ঝড়ে বন্ধু বন্ধু ডাকে মন বন্ধু থাকে দুরেদুরে যখন বন্ধু আসবি ফিরে তখন আমি থাকবোনারে। আমার পিড়িতি হইলোনারে। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।