আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
শ্রেফ শাদা নয় হালকা ধুষর
পায়রাটা বেশ এক ঘেয়ে
নাই সে দলে একাই চলে
নীল আকাশের মেঘ বেয়ে
একটা কোকিল রোজ ভোরে
পায়রাটাকে খোজ করে
ফাগুন থাকুক বা নাই থাকুক
দারুন সুরে গান ধরে
পায়রা সে গান শুনেও কেবল
না শোনারই ভান ধরে
একটা ফাগুন দুইটা ফাগুন
কয়েক ফাগুন হয় গত
পায়রা ওড়ে আগের মতোই
কোকিল ভাবে আর কতো
তবু সে গান ছাড়েই না
পায়রাটা আর পারেই না
এত গান আর এত ডাকে
পায়রা শেষে সারা দেয়
ডাকিস কেন কি তোর চাওয়া
এই বলে খুব তাড়া দেয়
কোকিল বলে তুই আর আমি
মিশলে দারুন জোড় হবে
আমায় যদি সঙ্গে রাখিস
খুব কি ক্ষতি তোর হবে ?
পায়রা হাসে, ভাবতে হবে
অপেক্ষাতে থাকতে চাস্
কোকিল বলে ঠিক ততদিন
তুই যত দিন রাখতে চাস্
আরো ফাগুন গত হয়
কোকিলের বুক ক্ষত হয়
একদিন এত ঝরের রাতে
পায়রা বলে শোন্ তবে
আমায় যদি চাস্ কাছে তো
একটা বাসা বোন্ তবে
কোকিল ভিষন ভিষন খুশি
ওর মনে আজ বসন্ত
পায়রা কাছে আসবে ভেবেই
খুশির পাহার ধসন্ত
কিন্তু কোকিল বাধবে বাসা
তার তো এমন স্বভাব নাই
যদিও ওর চারপাশে খুব
খর বা কুটার অভাব নাই
কোকিল ছোটে দিগ্বিদিকে
ওর বাসাটা বুনবে কে
ওর না বাঁধা ঘরের কথা
আজকে এসে শুনবে কে ?
কোকিল টা যে ঘর হারা
তাই সে আপন পর হারা ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।