হাঁটছি সেই ৭১ থেকে পেরিয়ে এসেছি অসংক্ষ্য কালো রাত যতই হাঁটছি কালো আরো কালোতর হয! মুখোশ পরা হুতুমপেঁচা আর ডাহুকিদের ভয় দেখানো বেকারত্বের হাহাকার বুভুক্ষ মানুষ- ধষিতা নারী- সারি সারি বেওয়ারিস লাশ- সবই দু'পায়ে দলিয়ে যাই! মাঝে মাঝে ধ্রুবতারার ঝিলিক দেখে আশায় বুক বাঁধি। এই বুঝি আর অল্প একটু পথ। হোঁচট খেয়ে থমকে দাঁড়াই ফিরে দেখি মুখ থুবড়ে পরে আছে সেই ধ্রুব তারা। বেদনায় কেঁপে উঠে বুক! পেরুতে হবে শংকিত প্রহর! নিশ্চয়তা কোথায়? জানিনা আলো আর কতদূর??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।