প্রত্যুষ
ভোর হয়;
সে কোন্ নতুন কিরণে;
সময় - শামুক চলনে।
অকারণে, কারণে স্মিত হাসি মাখা;
স্বপন দীপ্তি মুখে।
হৃদয় কাঁপুনি, লাভাস্রোত রাঙা,
কিশোরী লাজুক আঁখিতে;
ভালোবাসা পানে, ..... চেয়ে থাকা..... চেয়ে থাকা ...
শুধু চেয়ে থাকা!
দ্বিপ্রহর
ছায়াহীন পাশে থাকা..........।
খরতাপ ঘ্রাণ সারাঘর জুড়ে,
ক্লান্তিরা ছুঁতে নেই।
অধরা আলোরা ছবি এঁকে যায়;
রাঙানো শার্সী বেয়ে।
ক্ষনিক চকিত চাহনী হারায়-
দূর কোন স্মৃতি পানে;
ইচ্ছে সূতোর নাটাই চলছে-
মন ঘুড়ি চলে উড়ে।
উষা
আলো নেই নেই, তবু থাকে মায়া;
ছায়ারা আপন হয়।
চরণছাঁপের ক্লেদ-
থেকে যায় কিছু; পিছু পিছু হাটে কীট ।
তবু আলগোছে;
তৃপ্ত সে হাসে।
আপন ভুবনে -অচিন ছবিরা;
ফ্রেমে বাঁধা কোন সুর।
স্মৃতি মেঘ ছায়ে- তপ্ত বরষা;
ভিজে আসে তাই মন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।