আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার প্রহর

আজো আমার বোধ হলো না। ভেতরে নীল ক্রোধ হলো না। পরান-গলা রোধ হলো না।

প্রতিটি দিন যেন অনন্তকাল হয়ে আসে বেঁচে থাকি অনন্ত অপেক্ষায় সেই ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। অজানা বাসনা আর প্রতিক্ষায় সীমাহীন প্রন্তরে শুধুই চেয়ে থাকা পলক বিহীন চোখ বুজে আসে ক্লান্তিতে।

শুধুই আক্ষেপে পোড়া... এত ক্ষুদ্রতা নিয়ে কিভাবে বেঁছে আছি জীবনের মোড়কে কিছু মৃত আত্মার কাছাকাছি। নিজেকে সুতোয় বাধা ঘাসফড়িং মনে হয়, যার অতীত শুধুই স্বপ্ন ময়। অতঃপর তার অপেক্ষা... যেন কোন প্রাচীন গুহার ভেতর সূর্য রশ্মির জন্য অপেক্ষা, যেন ভিরু দুর্বল হৃদয় নিয়ে উন্মাতাল ভালবাসার জন্য প্রতিক্ষা। প্রবল বিশ্বাসে তার জন্য অপেক্ষা, সে আসবে কোন এক রৌদ্রময় দিনে হাতে নিয়ে সূর্য মশাল। জমে যাওয়া কালো শীতল রক্তকে উষ্ণতার লাল স্রোতে ভাসাবে, মস্তিস্কের প্রতিটি নিউরনে পৌছে দিবে বিপ্লবের প্রবল আহবান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।