আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার প্রহর

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

ভেবেছিলাম কবিতা আর লিখবোনা, ছবি আর আঁকবোনা রংতুলি দিয়ে, ভেবেছিলাম তুমি এলে ধরবোনা আর সিগারেট, নিঃশেষ করে দেবোনা নিজেকে, নিকোটিনের মায়ায়। নিঝুম রাত্রিতে গুন গুন করে আর গাইবোনা কোনো ভালোবাসার গান, কিংবা চিতকার করবোনা আর.. "তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি" বলে। তবুও.. দীর্ঘনিঃশ্বাস ফেলে হিসেব কষি ভালোবাসায় দেনা-পাওনার অস্থির রাত কাটে তোমারই প্রতীক্ষায়, নিষ্পলক চেয়ে থাকি ঐ দূর নীলিমায়। আবারও.. ভোর আসে, সকাল গড়িয়ে দুপুর থেকে সন্ধ্যা হয়, তোমার ফিরে আসার সময় আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তোমারই অবহেলায়। যদি.. ফিরে আসো আমার বিদায়ের গল্প শুনে, যদি দুচোখ বেয়ে অশ্রুনামে বর্ষার মতো, তবে.. ভেবে নিও সে বর্ষায় আমিও ফিরে আসবো গল্প শোনাতে তোমায়.. আমার ভালোবাসার। ----------------------------------------------------------------------- উৎসর্গঃ "পর্না" নামের মেয়েটিকে, যে হৃদয়ের খুব কাছাকাছি থেকেও আজ বহুদূরে। যাকে হারিয়েছি, যখন আমার জীবনে তার প্রয়োজন ছিলো সবচেয়ে বেশী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।