আমাদের কথা খুঁজে নিন

   

হাইস্কুল [২]

ছন্দহীন জীবন বড়ই নীরস পর্ব ১-এর জন্য Click This Link : রুহিত, কানা সেলিমরে দিলাম দুইডা থাবড়া। : ক্যা? : আরে, আমারে কয় আমার কাছে ফেন্সি বেচবো না। হালায় আমি বলে অহনো ছুডো। : কী রে আলামিন, তুই যে মিজানের মুহের দিকে চাইয়া রইছোছ? ও, তুই তো আবার অর কাহিনী জানোছ না। অয় আবার থাবড়াইতে ওস্তাদ।

হেই সেভেনে থাকতে অয় ফিরোজ স্যারের কানে ডলা মারছিলো। : ক্যামনে? : আমগো লগে চ্যালেঞ্জ লাগলো, স্যারের কানডলা দিবো। স্যারে যহন পিরিয়ড শ্যাষ কইরা ক্লাশ থিকা বাইর ওইতাছে তহন অয় দৌড় দিয়া কইলো স্যার স্যার খাড়ান। অ্যারপর স্যারের কানে ডলা দিয়া একটা বিষপিঁপড়া আঙ্গুলের মাতায় ধইরা কইলো, দ্যাহেন স্যার আপনার কানে ঢুকতে লইছিলো। স্যারে তাড়াতাড়ি শরমে ক্লাশ থিকা বাইর ওইয়া গ্যাছে।

আসলে অয় কী করছিলো জানোছ? আগেত্থিকাই একটা পিঁপড়া হাতে রাখছিলো। আচ্ছা যাউক গা, অহন ক মাল আনছোছ কি না। : থাবড়াইলাম আর অয় মাল দিবো না? : ওই মাল কবি না। মাল হুনলেই আমার কেমুন জানি লাগে। ছেমড়িগুলারেও কছ মাল, আবার নিচ দিয়া যেইডা বার অয় হেইডারেও কছ মাল।

এইডা খাওনের জিনিস, তাও তর কাছে মাল? : তাইলে কি ফেন্সিডিল কমু? পুলিশের কানে খবর যাওনের লাইগা? : ক্যা, পানি কইতারোছ না? : আচ্ছা পানি কমু নে। অহন তাড়াতাড়ি খুল। : অ্যামনে দুইডা তিনজনে খাইয়া পোষাইতো না। একজনে দুইডা কইরা খাইতে ওইবো। : খ্যাপই তো মারতে পারোছ না।

: আরে কী খ্যাপ মারমু? ঐদিন এক জিনিস পাঁচশো ট্যাকায় ব্যাচলাম বড় ক্যালকুলেটর মনে কইরা। মারছিলাম এক প্রাইভেট কার থিকা। হালায় জানলা খুইল্লা টিপতাছিলো। পরে হুনলাম ঐডারে না কি ল্যাপটপ কম্পিউটার কয়। কম সে কম তিরিশ হাজারে ব্যাচতে পারতাম।

: আমি একটা জাগা পাইছি। পর্ধানমন্ত্রীর ওফিশ আর সংসদ ভবনের মাঝখানের যেই রাস্তাডা, হ্যানে কুনু পুলিশও থাকে না, পাবলিকও তেমুন থাকে না। পুলিশ থাকে রাস্তার মাতায়। ডেলি একটা জোড়া ধরতে পারলেই চলবো। : হালায় কয় কী রে? নতুন আইছো তো চান্দু, তোমার নাম আবার আলামিন...।

ইট্টু পরপর যে আর্মির খোপ আছে, দ্যাখছোছ? : আরে বলদা, জোড়ার কাছ থিকা মারা সহজ। কবি যে চিল্লাইলে মাইয়ারে রাস্তায় টানতে টানতে কমু আমগো ইজ্জত রাখোছ না? তর মতন বইনরে আমগো দরকার নাই। আর ছ্যাড়ারে মাইর দিতে দিতে কমু আমগো সোনার মতন বইনরে তুই পডাইছোছ? : আরে, তরেই তো আমগোর ওস্তাদ মানতে হইবো রে। নে নে চুমা নে। কনে দিমু রে? গালে না কপালে? এই মিজানে তিন বছর ধইরা যা পায় নাই হেই লাইন তুই বাইর করছোছ।

তুই একখান মাল রে। : এল্লাইগা আমার রানে থাবড়া দিবি? : তরে কইছি না অয় আবার থাবড়াইতে ওস্তাদ? : তাইলে দুইদিন পর নাম ওইয়া যাইবো গা থাবড়া মিজান। : কী করমু দোস্ত, ক। ইন্দুরের দাঁত য্যামনে সুলায়, আমার হাতও অমনে সুলায়। : তাইলে তোমারে গাঞ্জা ধরায়া দিতে ওইবো।

বইয়া বইয়া গাঞ্জা ডইলা গুঁড়া করবা। : বাদ দে। তাইলে রুহিত, আইজকা থিকা আমরা আলামিনরে ওস্তাদ মাইন্না নতুন অপারেশন শুরু করতাছি। : মিজান, আমি অন্য একটা লাইন পাইছি। : কীয়ের লাইন? : একজনে আমগোরে একটা পরস্তাব দিছে।

: খুইল্লা ক। : লুঙ্গি পরা আছি। লুঙ্গির নিচ পুরি খোলা। : ঠিক আছে, অহন ক। : একটা হাউজিং কোম্পানি।

অগোর য্যাহানো পরজেক্ট, হেই জাগার জমিগুলা কিন্না দ্যাওনের ব্যবস্থা করা। না ব্যাচতে চাইলে থেরেট দ্যাওন। : তরে খুঁইজ্জা পাইলো ক্যামনে? : পাইছে য্যামতেই ওউক। অহন রাজী কি না ক। : কোম্পানির কি লোক নাই? : হ্যারা কি থেরেট দ্যাওনের কাম করতে পারে? : বুইজ্জা লই।

কত দিবো? : কাম ওইলে পাঁচ হাজার কইরা। : ঠিক আছে, দেহুম নে। আইজকা কয় তারিখ, ক। : সাত তারিখ। কিন্তু তর ওই কামে আমি নাই।

গার্মেসের ছেড়িগুলায় পায় কয় ট্যাকা, তুই আবার হেডি মারতে যাছ। : মারার লগে আরো কিছু থাকে। মজা লওন যায়। : এই কামডা কিন্তু তুই ভালা করোছ না। : তাইলে তুই এই লাইনে আছোছ ক্যা? খারাপ লাইনে থাকবি, আবার ভালা কামও খুঁজবি! : মিজান, তুই কিন্তু ঠিক কইরা কতা ক।

: হ, আমি বুজি না? তর আবার ভয় আমি কহন তর জেসমিনরে লাগাই। এল্লাইগাই তো তুই গার্মেসের মাইয়াগো মারতে চাছ না। আমার উপরে বিশ্বাস নাই, তাইলে থাকোছ ক্যা আমার লগে? : তর উপরে বিশ্বাস থাকবো ক্যামনে? গত মাসেও এক মাইয়ারে মাইরা ফালাইলি। : তাইলে আমার উপরে বিশ্বাস নাই? আমার লগেও তর থাকার দরকার নাই। : মিজান কী করোছ? হায় হায় মিজান, তুই রুহিতের গলা কাইট্টা ফালাইলি? : সরদারের উপরে কতা কইলে এমনি অয়।

আমি অরে এই লাইনে আনছি আর অয় আমারে সবক দ্যায়। তুই আমার লগে থাকলে চল হ্যানতে। : অরে...। : অরে ছুঁইলেই ফ্যাসাদে পড়বি। চল।

: মি-জা-ন, তু-ই আ-মা-রে ম-র-তে পা-র-লি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.