আমাদের কথা খুঁজে নিন

   

হাইস্কুল লাইফের একটা ছোট ঘটনা ....(স্যার আমি দেইখখা কুলি করি নাই )

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... এমন অনেক মানুষ আছে যাদের জীবনটা পার করে দেয় মোটামুটি সুবোধ বালকের মতো। ছোটবেলার স্মৃতি মনে করতে যেয়েও অনেক ঘেটেও মজার কিছু পায়না । পুরাপুরি ফারমের মুরগির মতো ছেলেবেলাটা পার করে দেয় । এখন আমার বড় বেলা হলেও ছোটবেলায় কথা মনে হলেই মনে হয় ছোটবেলায় কতই না ছোট ছিলাম......আমার মনে পরে আমি ক্লাস সিক্স থেকেই স্কুল পালাই নিয়মিত....এবং আমাদের স্কুল (নারায়নগঞ্জ হাই স্কুল) এ পালানোর জন্য বেশ কয়েকটা স্পট আছে যেগুলোদিয়ে অনায়েসে পালানো যায়....যাই হোক ঘটনা তা নয়... আমি ক্লাস সিক্সে পড়ি...টিফিন পিরিওড চলছে । আমি সব সময় ফ্লাক্স নিয়ে যেতাম না ।

অভ্যাস টা হয় নি । পানি পিপাসা পেলে স্কুলের চাপকল থেকে পানি পান করতাম। সেটারো সমস্যা হলো আয়রন সহ পানি বোতলে ভরলে কিছুক্ষন পর পানিটা লালচে দেখায় । আমার মনে আছে আমার একবার পানি পিপাসা হয় পচন্ড...(টিফিন পিরিওড এ) আমার কাছে পানির ফ্লাক্স নেই, কলের আয়রনঅলা পানি খেতে ইচ্ছে করছেনা । আমি ক্লাসে চলে গেলাম....গিয়েই মনটা খারাপ হয়ে গেলো কারন ক্লাসে অমি ছাড়া আর কেউ নেই ....(আমি শিওর অমি আমাকে পানি দিবেনা) এই ছেলে এরকমি কাওকে কিছু দেয়না...বাসা থেকে দুপুরের জন্য এমন খাবার আনে মনে হয় ৭ দিন ও কিছু খায়না ।

যাইহোক আমি উপায় না দেখে পানি ওর কাছে চাইলাম এবং ওর স্বভাবমতো না করে দিল । এবং নানা প্রশ্নে আমাকে জর্জরিত করে বলে আমি কেনো পানি বাসা থেকে পানি আনিনা .....অন্যের পানি কেনো চাই? নানান প্রশ্ন .....যাইহোক অনেক রিকোয়েস্ট এর পড়ে অমি বেটা আমকে এক সর্তে পানিটা দিতে রাজি হলো পানি এক ঢোক খাব আর ফ্লাক্সে মুখ লাগিয়ে খেতে পারবানা। আমি পরাজিত সৈনিক এর মতো কোনো উপায় না দেখে সাথে সাথে অমির শর্ত মেনে নিলাম । পানির বোতল হাতে নিয়ে একটু খেলাম তার আগে একটা কথা বলে নেই আমি সে বয়স পর্যন্ত কখোনো সাপ্লাই এর ফুটানো পানি খাইনি....আমাদের বাড়িতে দুই দুইটা চাপকল..সে পানি দিয়েই গোসল, রান্না সবকিছু। ফুটানো পানির মধ্যে একটা কেমন যেনো গন্ধ গন্ধ থাকে সেটা আমার কাছে নতুন আর বিস্রি লাগল আমি যেটা করলাম সাথে সাথে পানিটা বারান্দায় যেয়ে কুলি করে ফেলে দিলাম কোথায় ফেলে দিলাম কোন কিছু না দেখেই....পানিটা পরল ঠিক শফিক স্যার এর ফতুল্লাহ স্টেডিয়ামে (মানে টাক মাথায়) উনি মাথাটা উপরে তুলে দেখে আমি ....আমি কি করব ভেবে পাচ্ছিনা এক দৌর দিয়ে ক্লাসে গিয়ে শেষের বেন্চে গিয়ে মাথা নিচু করে বসে পরলাম ।

স্যার আসলেন এবং ক্লাসে ছিল মাত্র দুটি প্রানী....আমি আর অমি ....স্যার হুংকার ছেরে বল্লেন এই কে পানি ফালাইসে নিচে.....এই যায়গায় আমি একটা বিরাট ভুল করে ফেলি সেটা হলো স্যার দেখেছেন পানি পরেছে উপর থেকে সেটা কিসের পানি সেটা উনি দেখেন নি ....স্যার এর হুংকার এর মুখে আমি ভয়ে ভয়ে গলা কাপতে কাপতে বলি স্যার আমি দেইখ্খা কুলি করি নাই ......... পরিশেষ : স্যার তখন বুঝতে পারল তার মাথায় কুলির পানি পড়েছে । আমিও আমার বোকামি টের পেয়ে গেলাম । আর বুঝেতে পারছি বিরাট মাইর আমার সন্নিকটে ..........কিন্তু না ঘটনা ঘটল উল্টা স্যার আমাকে কিছুই বলেনি ..এমন কি একটা বেতের বাড়িওনা (তার হাতে চিকুন বেত ছিল সে সময় ) । আর কেনো এমন হলো জানতে চাইলেন । আর ঘটনাটা অমি বোকার মতো শুধু দেখেই গেল ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.