আমাদের কথা খুঁজে নিন

   

থেমে যাওয়া প্রাণ [মিরসরাই এর শিশুদের জন্য উৎসর্গ]

অনেক সপ্ন আর আশায় লালিত সকলের অতি প্রিয় ধন, মানুষের মত করতে মানুষ সেই আশে স্কুলে গমন। কচি বুকে লালিত হাজার ধ্যান যায় খেলে চেতনার অগোচরে , স্রোতস্বিনী যেমন গতি হারে জীবনের অনাবিল আনন্দ তরে । তেমনি করে যাচ্ছে যখন বেলা হঠাৎ যন্ত্রনায় নিথর হল প্রাণ , মায়ের হাতের স্পর্শে আর আদরে হয়নি শেষ ঘুম, সবি শুনশান। আকাশ হল ভারী আর্তনাদে পারেনি জানতে কোন স্বজন , লাশ হয়ে ফিরল যখন প্রিয় দুলালেরে কাড়ল মরন।। নিষ্ঠুর এক চালকের হাতে থেমে গেলো শিশুদের খেলা , বাবার আদরে আর হাসবেনা মুখ সাংগ যখন জীবন মেলা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।