সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার প্রসব বেদনা নিয়ে লন্ডনের সেইন্ট মেরিস হসপিটালে ভর্তি হন কেইট। এ ব্যাপারে রাজপরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “মহামান্য ডাচেস অফ কেমব্রিজ প্রসব বেদনা নিয়ে লন্ডনের পেডিংটনের সেইন্ট মেরিস হসপিটালে ভর্তি হয়েছেন।”
জানা গেছে, হাসপাতালটির ‘লিনডো উইং’ বিভাগে সন্তানের জন্ম দেবেন কেইট। এখানেই প্রয়াত রাজকুমারী ডায়ানা তার প্রথম সন্তান প্রিন্স উইলিয়ামের জন্ম দিয়েছিলেন।
২০১২ এর ডিসেম্বরে প্রথমবারের মতো প্রকাশ পায় ব্রিটিশ রাজবধূ কেইট মিটলটনের সন্তানসম্ভবা হওয়ার খবর। তখন রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো চলতি বছরের জুলাই-এ সন্তানের জন্ম দেবেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।