আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে (১)

শব্দশিখা জ্বলে...

ফেং ঝি অনুবাদ: আবদুর রব হাসপাতালে শুয়ে শুয়ে রাস্তা দিয়ে বাস যেতে শুনি কবে যে আবার ভিড়ে মিশে যেতে পারবো উদ্বিগ্ন হয়ে বাসের জন্য অপেক্ষা করবো আগে বসার জন্য কি সব হুড়োহুড়ি এবং তাৎক্ষণিক নিষ্কৃতির আননদ ! অপেক্ষা, ঠেলাঠেলি, নিষ্কৃতি: কত না অর্থবহ জীবনে এসব অথচ আমি এ প্রবাহে মিশে যেতে পারি না শুধু রাস্তা দিয়ে বাস যেতে শুনি হাতের তালু দেখি, তাতে তো আর তৃষ্ণা মেটে না কেক খাই, ক্ষুধা মেটে না। চাইনিজ লিটারেচার শরৎ সংখ্যা ১৯৮৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।