আমাদের কথা খুঁজে নিন

   

অভিশপ্ত ঘুম!

নারি ও শিশু নির্যাতনে আমাদের দেশ কত তম হবে? অন্যদের তুলনায় বেশ এগিয়ে আছে, এইটুকু হলফ করে বলা যায়। কারন আমরা প্রতিদিন ৮ টাকা দিয়ে সংবাদ পত্র কিনে থাকি দুই কিছিমের সংবাদের জন্নে প্রথমত রাজনিতিবিদেরা নিজ, নিজ পরিবার, নিজ দল ও দলিও সদস্যদের জন্নে নতুন দেশ মারা কি কৌশল ও তরিকা গ্রহণ করলো আর দ্বিতীয়টি হল কোন হতভাগার মা বোন মেয়ে হত্যা ধর্ষণ অথবা নির্যাতনের স্বীকার হল তা জেনে নিয়ে চায়ের কাপের মজমায় চিবিয়ে চিবিয়ে বিকৃত আনন্দ উপভোগ করা। কঃএই রুমানা কেরে? খঃ আরে ভিকারুন্নেছায় পরে সেই মেয়েটা তাইনা? গঃ ধুর! দেখলি! বাচ্চা গুলো মারা গেল! কঃ ও খঃ হা মনটা ভারি হয়ে আছে! কঃখঃ ও গঃ আহহারে!! এই হল আমাদের সৃতি শক্তির নমুনা। কত দ্রুত ভুলে যাই আর পত্রিকা গুলো পেজ ভরার জন্নে দৌরতে শুরু করে নতুন কোন অমঙ্গলের পিছনে। এক দিন আমি অথবা তুমি পেপারে নিউজ হবো কোন কুকুর এসে বিশ হাজার টাকা দিয়ে যাবে কিন্তু সমস্যা সমাধানের জন্নে কাউকে পাবেনা।

আসলে সব তকদিরের লিখন তা কি উলটানো যায়! সড়ক দুর্ঘটনায় প্লেসে থাকি , দুরনিতিতে আছি ,নারি ও শিশু নির্যাতনে আছি। সব ই তকদিরের লিখন। ওরা ঘুষ খাবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে সব তকদির। আমরা ওদের ভোট দিয়ে নির্বাচিত করি তাও তকদিরের লিখন। তকদির আর পেনডরা'র বাক্সের মধ্যে আর ফারাক থাকলো কি? আমরা তো মাটির পুতুল ওরা তো খেলবেই।

ঘুমন্ত পুতুল জাগো! আর কত ঘুমাবে? তুমি ঘুমিয়ে থাকলে এই স্বর্গ ভূমি চিল শকুনে খাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।