অভিশপ্ত জীবন - যাযাবর জীবন ভালোবাসার আশা ছাড়্ তো এবার এখানে আছে পোড়া হৃদয় একটা ছাই হয়ে যাওয়া কয়লার অবশেষ কাঁটা ভরা ক্যাকটাসের ডালের মতন অসংখ্য আঘাতে ক্ষয়ে যাওয়া অনুভূতিহীন নিশ্চল পাথর। ভালোবাসার চুমুর আশা ছাড়্ না এবার অভিশপ্ত ঠোঁটে আছে শঙ্খচূড়ের নীল বিষ আবেগের দংশনে পাবি সাপের বিষ দাঁত কোমল দেহে বুলানো হাতে কেউটের ছোবল আবেগহীন কিছু প্রেম কামনা আর রতির নামে প্রেমহীন বাসনা। আমার অভিশপ্ত জীবন থেকে দূরে সরে যা অনেক অনেক দূরে গিয়ে নিজেকে বাঁচা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।