আমাদের কথা খুঁজে নিন

   

অভিশপ্ত!



Metallica আমার প্রিয় একটা ব্যান্ড। Death Magnetic অ্যালবামে তাদের একটা গান একেবারে মন ছুঁয়ে গেল। অনুবাদ (ভাবানুবাদ) করে ফেললাম। গানটার নাম ওরা দিয়েছে The Unforgiven 3: জানতে কি পারতো সে? এই নতুন ভোরের আলো, তাকে বদলাবে এ ভাবে? নাবিক দিক হারা, তারও তো কোন ঠিকানা ছিল! তবু কেন ছোটে লোভের বন্দরে? অযত্নজাত তার স্বপ্নের ঘুড়ি, ব্যাথা বাড়াতে সেই কি ওড়ায়? আমি ভয় পাই চিরকাল সে অনুভূতি, যা আজ তাকে তাড়ায়! সেকি পারতোনা যেতে আর কোন ঠিকানায়? আজ এই অভিশাপ, তাকে বাইতে হবে, বাইতে হবে, শুধু বাইতেই হবে। কি করে হারাতে পারি আমি, যদি মোর ঠিকানা নাই থাকে? পাইনি খুঁজে সেই স্বর্ণ বন্দর, কেউ কি চিনিয়ে দেবে? কি করে হারাতে পারি সে স্বপ্নে, যাকে বাঁচিয়ে রাখি আমিই? কি করে আজ তোমায় দুষি, যদি ক্ষমা না করি নিজেকে নিজেই? আজ সময় তাকে নিয়ে চলেছে, দমবন্ধ কোন বিষাক্ত গহীণ কুয়াশায়। তার নিঃশ্চল জীবনের মতই, আজ সে ঠেকেছে কোন চরায়। তার ভাঙা জাহাজের মতই, তার জীবন যেন ছায়ায় হারায়। আজ অভিশপ্ত এই অসহায়ের, হবে কি মুক্তি কোন ক্ষমায়? আমি কি ক্ষমা পাব? নাকি পাব না? নিজেকে আজও কেন ক্ষমা করি না? নাবিক দিক হারা, তারও তো কোন ঠিকানা ছিল! তবু কেন ছুটল লোভের বন্দরে? জানতে কি পারতো সে? এই নতুন ভোরের আলো, তাকে বদলাবে এ ভাবে? আশাকরি আপনাদের ভাল লাগবে! মূল গান পাবেন নিচের অ্যাড্রেসে: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।