আমি পাগলামি করলে কিন্তু মাইন্ড কইরেন না....কারন;মাইণ্ড করলে জীবনে শাইন করতে পারবেন না মনের কথাগুলো মনেই গুমরে মরে......কথাগুলো জীবন্ত হয়ার আগেই কোন এক অদৃশ্য হন্তারক তাদের হত্যা করে নির্দয়ভাবে। কই ? আগে তো এমন ছিল না ! আর যাই হোক ,এমন অপবাদ(?!) কেউ আমাকে কোনদিন দিতে পারে নি যে আমি স্বল্পভাষী। সেই আমি আজ এক নির্বোধ আক্রোশে অর্থহীনভাবে মাথা নেড়ে যাই।কথাগুলো জমা হয়ে মাথার ভেতরে অনবরত ছোটাছুটি করে। কোন এক না বলা কথা,কোন এক না বলা কষ্ট আমাকে প্রতিনিয়ত জ্বালা দেয়।কিন্তু মজার বিষয়,আমি নিজেই জানি না কি সেই কথা,কি সেই কষ্ট! বোকা এই আমি। নিজের মনের তল নিজেই খুজেঁ পাই না। এ মন নিশ্চয় অতলান্তিকের মত গভীর নয়,তবু কেন চিন্তার সুতো ফেলে তার তল পাওয়া যায় না ? উত্তর চাই, মস্থিস্কের বিকার ঘটার আগেই এ প্রশ্নের উত্তর চাই.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।