ক্লান্তি মোর ক্ষমা কর প্রভু
মনীষীগণ বলেন সত্য সুন্দর, সত্য মহান। তবুও এই সত্য আমার জীবনে আজীবন এসেছে অভিশাপ হয়ে। আমি তাই চাই নি কিছু দেখতে, চাই নি কিছু শুনতে। তবুও যতবার চোখ বুজে থেকেছি তত বার আমার কানে ফিসফিস করে সত্য তার উপস্থিতির জানান দিয়েছে। তখন দুহাত চোখ থেকে সরিয়ে কান চেপে ধরেছি।
কিন্তু তখন সত্য জোর করে তার জেল্লা আমাকে দেখিয়েছে। আর বিদ্রুপ করে বলেছে, "আমার কাছ থেকে পালিয়ে যাবে কোথায়? আমি তোমার নিয়তি। তুমি যত দূরেই যাও আমি তোমার সামনেই থাকব। "
একবার সত্য আমার সত্তায় আঘাত করছে দেখে কোন একজনের কাছে ছুটে গিয়েছিলাম প্রতিরোধের আশায়। সে আমাকে গম্ভীর গলায় বলেছিল, " চুপ করে থাক।
"
সেই থেকে আমি চুপ হয়ে আছি। মাঝে মাঝে বিদ্রোহী হতে ইচ্ছা করলে নিজেকে বলি,"চুপ করে থাক। "
তবুও আমি সত্যের কুৎসিত রূপটা নীরবে সবার সামনে আনতে চেষ্টা করি বলে সত্য রেগে গিয়ে একবার অভিশাপ দিল, "যা, আজ থেকে তুই যা চাইবি তাই পাবি, শুধু ভুল সময়ে ভুলভাবে পাবি। "তার শাপ প্রথম ফলে যায় যখন আমার একমাত্র বন্ধুটি হাসপাতালে মৃত্যুর সাথে পান্জ্ঞা লড়ছিল তখন। তার কষ্ট আমি সহ্য করতে না পেরে বলেছিলাম,"আল্লাহ, এর চেয়ে তুমি তাকে মৃত্যু দিয়ে দাও।
সেই ভাল। " পরদিন সকালে সে সত্যি সত্যি মরে গেল। যখন রাত জেগে তার সুস্থতার দোয়া করতাম তখন তা কেউ শুনে নি। অথচ মারতে বললাম তা শুনে নিল?
কেন? সত্য শাপ দিয়েছে বলে?
এরপর থেকে আমার সকল চাওয়া ভুলভাবে ভুল সময়ে সত্যি হয়ে যায়। আজ যা পেলে তোমার জীবনে তা হয়ে আসবে তা কালের আবর্তনে হয়ত কোন এক সময় তাই অভিশাপ হয়ে যাবে।
আমার বেলায় প্রতিবার তাই হয়।
সত্যের এই অভিশাপ থেকে আমি মুক্তি চাই। আজ আমি আড়ালে নয় সশরীরে বিদ্রোহে নামব। বিনা অপরাধে অনেকের অনেক অভিশাপ মাথা পেতে নিয়েছি। আজ আমি খোদ অভিশাপ হয়ে তাদের অস্তিত্ব বিপন্ন করব।
তাতে যদি সত্যের অহংকার একটু হলেও কমে তাই বা কম কিসের?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।