আমার রক্ত বিষাক্ত; আমার জীবন বিষাক্ত; আমিই যোগ্য, এই বিষাক্ত পৃথীবিতে বেচে থাকার! আমাকে বিরক্ত কোরোনা সুখী মানুষেরা!! তোমাদের মত পবিত্র কীটদের আমি পায়ের নিচে পিষে ফেলব!!!
এই প্রাগৈতিহাসিক পৃথিবীতে কোটি বছরের বৃষ্টি শোষিত
আরও শত-সহস্র বছর ধারা পান বাকি আছে তার-
চিরসবুজ ধরনীর বুক পূর্ন ও জীর্ন হয়না কখনও, আর
প্রতিটি বৃষ্টি-বিন্দুই কেমন প্রথমের মত হয় হৃত!
আশ্চর্য আমরা মানুষেরা; জরাগ্রস্থ আমি এবং তুমি
প্রথমেই ফুরিয়ে ফেলি প্রথম অন্ধকার সন্ধ্যাস্বর্গলোকের বৃষ্টি!
তারপর, মৃত্যুর শূন্যতা নিয়ে মহাকালের পেছনে ফেলি মন্থন দৃষ্টি!
আর দ্যাখো, এখনও ধারা তিষায় আর্ত আমাদের লম্পট ভূমি!
আকাশ জানেনা তার প্রথম মেঘের গল্প,
হীন মানুষ আমরা, অস্বীকার করি দ্বিতীয় ও তৃতীয়কে
প্রথমের স্বপ্নে বিভোর আমাদের চোখের জর-ডানা ওঠে কেঁপে,
প্রেমিক হতে গিয়ে হৃদয়ের ব্যাপ্তিকে করে ফেলি অল্প
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।