সোমবার সকাল থেকেই শাহবাগ, ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বনানী, বাড্ডা, মগবাজার ও মৌচাকসহ রাজধানীর বেশির ভাগ এলাকায় দীর্ঘক্ষণ রাস্তায় আটকা পড়ে নগরবাসীরা।
দুপুরের দিকে কিছুটা কমলেও বিকালে প্রধানমন্ত্রীর গণভবন থেকে বঙ্গভবনে যাওয়ার কারণে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ায় অফিস ছুটির পর ইফতারের আগে যানজট আরো তীব্র হয়।
২৭ নম্বর বাসের যাত্রী গাজীপুরগামী ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি থেকে বাসে উঠে জটে পড়ে পথেই ইফতার করতে হয় তাকে।
প্রধানমন্ত্রী যাওয়ার কারণে সড়ক বন্ধ করায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।
ঈদ সামনে রেখে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকায় সকাল থেকে যানজট ছিল বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান।
সেই সঙ্গে সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গেলে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য যানজট তীব্র হয়ে ওঠে।
শাহবাগ থানার এসআই সুরুজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রধানমন্ত্রী সচিবালয় যাওয়ার কারণে নিরাপত্তার জন্য রমনা এলাকা ও সচিবালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। ”
ওই সময় কখনো কখনো রূপসী বাংলা হোটেলের সামনে আধা ঘণ্টাও সড়কে নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখা যায় গাড়িগুলোকে।
সেখানে কর্মরত ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান বলেন, “সকালে ভিআইপিরা যাতায়াত করেন। তাদের জন্য রাস্তা বন্ধ রাখাতে হয় বলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
আশা করছি, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। ”
অনেক কাঠখড় পুড়িয়ে মিরপুর থেকে কর্মস্থল পল্টনে পৌঁছানো ব্যাংক কর্মকর্তা তুহিন আহমেদ। বলেন, “অনেক কষ্ট করে এবং অনেক সময় নিয়ে অফিসে এলাম। জানি না, এভাবে কতদিন পারব। ”
জটের মধ্যে পড়ে ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।
সদরঘাট থেকে ৭ নম্বর বাসে গাবতলী রওনা হওয়া শফিউল ইসলামকে দুপুরে দীর্ঘসময় শিক্ষাভবনের সামনে আটকা পড়ে থাকতে হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে দুই ঘণ্টা পার হয়েছে। গাবতলী যেতে কত সময় লাগবে, আল্লাহই জানেন। ”
পুরান ঢাকায় যানজটের কারণ হিসেবে রিকশা ও ঠেলা গাড়িকে দায়ী করেন নবাবপুর সিদ্দিক বাজারে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. ফোরকান হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে ঈদ, তাই দোকানে কেনা-বেচা বেশি হচ্ছে।
মালামাল আনা-নেয়া ও মানুষ কেনাকাটা করতে যাচ্ছে বলে রাস্তায় রিকশা ও ঠেলা গাড়ির সংখ্যা বেড়ে গেছে। যানজটও তাই বেড়েছে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।