আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি

শনিবার সারাদিন থেমে থেম বৃষ্টির পর সারারাতের বর্ষণে রাজধানীর গুলশান, কারওয়ানবাজার, ধানমন্ডি, কাকরাইল, পল্টন, মৌচাক, মগবাজার, মিরপুর ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়।
ইঞ্জিনে পানি ঢুকে বিভিন্ন সড়কে বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কিছু সিএনজিচালিত গাড়ি ও অটোরিকশাকে।
আর বিভিন্ন এলাকায় ভাঙা রাস্তার গর্তে পড়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের।
মিরপুরের বাসিন্দা মঈনুল হক বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার এলাকার রাস্তাঘাট অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ফলে দেখা দেয় যানজট। 
সকাল ৯টায় রওনা হয়ে বাসে কারওয়ানবাজার পৌঁছাতে দুই ঘণ্টা লেগে গেছে বলে জানান তিনি। 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি আরো একদিন থাকতে পারে।
রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।