আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিবাজ পরিবার : শেখ পরিবার না জিয়া পরিবার?

তোমাকে ভাবাবোই আজ সংসদে কথা উঠেছে! দূর্ণীতিবাজ পরিবারের। আমরা সাধারন জনগন হাসি! তোমরা কাদা ছোরাছুরি করেই তোমাদের লুটপাটের চিত্র আমাদের জানাবা এটা আমরা জানি। তাই হা হা করে হাসি! আরো হাসি পায়! ভেবে পাই না! প্রধানমন্ত্রী কি সত্যিই বোঝেন না কেন এ হরতাল? আর দেশবাসী কি বোঝে না, কেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন করার কথা হচ্ছে? সরকার প্রধান বা সরকার কি ক্ষমতার মোহে বোঝে না কিসে মানুষের মাঝে আজীবন বেচে থাকা যাবে? নির্মোহ ও ক্ষমাশীলরাই অমর হয়ে থাকেন। তাই ব্যবধান ঘুচিয়ে সমঝোতা ও কাছাকাছি আসতে হবে শুধুমাত্র মানুষের উপকার করতে। বন্ধ করতে হবে লুটপাট।

নইলে রেহাই কেউ পাবে না ইতিহাসে। একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দোষী করবে। আস্তাকুরে নিক্ষেপ করবে। তাই সাধু সাবধান! তাই এভাবে নয় যেভাবে আজ বললেন। দুঃখ লাগে।

ব্যাথা পাই অন্তরে। কত দরকার এক জীবনে। আমরা এ দেশের অনাহারে থাকা মানুষগুলার জন্য একটু কাজ করি না ক্যান। ক্যান শুধু শুধু মিথ্যাচার করি। এ ভারি কথা গুলা বলতে হতো না আজ।

যদি না সংসদে দেয়া কিছু কথা বার্তা না শুনতাম। কথাগুলা তালে বলেই ফেলি। "দুর্নীতিবাজ পরিবার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই হরতাল" বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসনের এমপি সাধনা হালদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের জন্য নয়, দুর্নীতিবাজ পরিবার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিরোধী দল বিএনপির এই হরতাল। " এ হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দল বিএনপির হরতাল কর্মসূচির দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা নেই।

দেশবাসীর প্রতি আমার আহবান- এ ধরণের কর্মকাণ্ড যারা করছে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে, তাহলে তারা (বিরোধী দল) আর এগুলো করবে না। তারা যেন জনগণের ক্ষতি করতে না পারে- দলমত নির্বিশেষে সজাগ থাকতে হবে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম ধামাচাপা দিতে লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে। হরতাল দিয়ে আস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে।

এখন তাদের অপকর্মের বিচার হচ্ছে। শেখ হাসিনা বলেন, "এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপি তিনশ দিনের বেশি হরতাল দিয়েছিলো। তারপরও অর্থনীতির চাকা বন্ধ থাকেনি। " সংসদ নেতা বলেন, ২১ অগাস্টের আগে আমাকে এই সংসদেই বলা হয়েছিলো- বাপ যে পথে গেছে, আমাকেও সে পথে যেতে হবে। প্রসিডিংস দেখলেই তা পাওয়া যাবে।

এবার নিজের থেকে আরো একটা কথা পাঠকদের জন্য বলি------------ লুটপাট, দূর্ণীতি, আজীবন ক্ষমতায় থাকার নেশা আমাদের রাজনীতিবিদদের মজ্জ্বাগত হয়ে গেছে। আর আমরা দেশবাসীরা এটা জানি। কেউ ভালো না আপনারা। তারপরও আপনারা রাজনীতিবিদ, আপনারাই রাজা হবেন। আমরা আপনাদেরই ভোট দেব।

শুধু একটা অনুরোধ ------------------- দায়িত্বশীল হোন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.