পোলিশ এই তারকা মনে করেন, ছবিগুলোতে কোনো রকমের যৌনতা ছিল না; কঠিন ব্যায়াম করে শরীর সুগঠিত রাখা বিষয়টিই কেবল উঠে এসেছে এতে।
সম্প্রতি প্রকাশিত ইএসপিএন সাময়িকীর 'বডি' ইস্যুর প্রচ্ছদে দেখা যায়, টেনিস বলভর্তি সুইমিংপুলের পাশে বসে আছেন নিরাভরণ রাদওয়ান্সকা।
রাদওয়ান্সকার এই আচরণকে 'অনৈতিক' দাবি করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে পোলিশ ক্যাথলিক ইয়ুথ মুভমেন্ট। এই সংগঠনটির হয়ে বিজ্ঞাপন আর প্রচারে যুক্ত ছিলেন বিশ্বের চতুর্থ বাছাই এই টেনিস তারকা।
নিজের ফেইসবুক পেইজে ইংরেজি ও পোলিশ ভাষায় এক বিবৃতিতে রাদওয়ান্সকা বলেন, "ছবিগুলো কাউকে আঘাত দেয়ার জন্য তোলা হয়নি।
আর ম্যাগাজিনের বিষয়বস্তু বিচার করলে তা অনৈতিকও নয়। "
"এছাড়া ছবিগুলোতে কোনো যৌনতাও নেই। আমি আমার শরীর সুগঠিত রাখার জন্য কঠিন পরিশ্রম করি এবং এই নিবন্ধ ও সাময়িকীটির বিষয়বস্তুও তাই", যোগ করেন তিনি।
সাময়িকীটি প্রকাশের পর সমালোচকরা বলেন, যীশু খ্রিষ্টের প্রতি আনুগত্য প্রচার করা রাদওয়ান্সকা এখন মেয়েদের পণ্য হিসেবে দেখা পুরুষ মানসিকতার বিজ্ঞাপন করছে।
কিন্তু জবাবে রাদওয়ান্সকা বলেন, "আমি এভাবে প্রচ্ছদে আসতে রাজি হয়েছি যাতে তরুণ-তরুণীরা ব্যায়াম করে শরীর ঠিক রাখতে ও সুস্থ থাকতে পারে।
বডি ইস্যুতে বিশ্বের সেরা অ্যাথলেটদের রূপ তুলে ধরা হয়। সব বয়সের নারী-পুরুষই এতে ঠাঁই পায়। "
রাদওয়ান্সকা যুক্তি দেখান, এর আগে সেরেনা উইলিয়ামস আর দানিয়েলা হানতুচোভার মতো টেনিস তারকারাও এই সাময়িকীতে ঠাঁই পেয়েছেন।
পোল্যান্ডের ৯০ শতাংশ বাসিন্দাই ক্যাথলিক খ্রিস্টান। ২০১২ সালের উইম্বলডনের ফাইনালে উঠা রাদওয়ান্সকাও দেশে পুরোদস্তুর ক্যাথলিক হিসেবে পরিচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।