আমাদের কথা খুঁজে নিন

   

যৌনতা চাই-ই চাই: রণবীর

বরাবরই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন বলিউডের বিন্দাস অভিনেতা রণবীর সিং। তা দীপিকার সঙ্গে সর্ম্পক নিয়ে বা একবারেই ব্যক্তিগত কোনও বিষয়। কোনও কিছু বলতেই মুখে কুলুপ আটকান না তিনি। এই যেমন মুম্বইয়ে আলি আব্বাস জাফার পরিচালিত ‘গুন্ডে’ ছবির প্রচারে ধুম করে জানিয়ে দিলেন ‘যৌনতা আমার প্রিয় বিষয়। সেক্স ছাড়া আমি থাকতেই পারি না’।

হঠাৎ করে রণবীরের এমন মন্তব্যের পেছনে কারণ কি?

জানা গেছে, সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক রণবীরের কাছে জানতে চাইলেন, আপনি তো নিজেকে ওপেন বুক বলেন, সত্যিই কতটা ওপেন? এর উত্তরেই রণবীর বলেন, ‘একটা কথা কেউ জানে না। শুনলে আপনারা মজাই পাবেন। সেটা হলো- সেক্স ছাড়া আমি পারি না। আই লাভ টু ডু’।

বিশ্বব্যাপী নারীর প্রিয় এই রিকি বহেল ওরফে রণবীরের মুখে এই কথা শুনে হতবাক সবাই! তবে প্রশ্নটা হলো, রণবীরের এই প্রিয় বিষয়ে সঙ্গ দেয় কে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।