আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের এক পরীক্ষাই হলো :পুলিশ পেশাগত ভাবে পারল চূড়ান্ত ধৈর্য্য দেখাতে পারল না

আমি এই ক্ষেত্রে পুলিশের পক্ষেই বলতে চাই বিএনপি'র এমপি জয়নাল আবেদিন ফারুকে মারার পরও। আমি যদি সচেতনভাবে দেখি পুলিশ কিন্তু মির্জা ফখরুল ইসলাম বা নজরুল ইসলাম খানকে মারেনি। কেন মারে নি বা পুলিশকে তাদের উপর উদ্যত হতেও দেখা যায়নি। এর আগেও বিএনপি নেতা সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করেছিল পুলিশ কিন্তু তাদের মারধর করা দূরের কথা হাতও তোলেনি। কারণ কি ? আর বিএনপি'র তিন নারী এমপিদের ব্যবহার শুধু জঘন্য বললেও অনেক কমই বলা হয় বলে সাংবাদিক সহ সবাই স্বীকার করবেন।

আর জয়নাল আবেদিন ফারুক বিএনপি'র এমপি হতে পারেন কিন্তু নিরেট বেয়াদপ ছাড়া আর কিছু নন। পুলিশ কি প্রথমে হঠাৎ করে এমনি করেছে করেনি,আর যেই পুলিশ করেছে সে কি তার হিতাহিত জ্ঞান রেখে করেছে। কেন পুলিশ মিছিলে থাকা আর কোন এমপি'র উপর চড়াও হয়নি ? কারণ ফারুক সাহেব যাই করেন তারপরও পুলিশের এই আচরণ করা ঠিক হয়নি। তারপরও ফারুক সাহেবের দৌড় দেখে বুঝতে অসুবিধা হয়নি তিনি বাজেভাবেই পুলিশকে উত্ত্যক্ত করেছে। যা ঐ তরুণ পুলিশকে অতি উত্তেজিত করে তোলে।

আগে মানে বিএনপি আমলেও অনেক রাজনৈতিক নেতাদের পুলিশ পিটিয়েছে। তারপরও দেখআ গেছে নেতারা মার খেয়েছে কিন্তু এমনভাবে দৌড়ে পালাতে দেখা যায়নি। এটাও দেখার বিষয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.